সাদিকুরের আক্ষেপ ও তোফায়েলের অলরাউন্ড পারফরম্যান্সে গাজীর জয়
বিজয় না পারলেও গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়ের ভিতটা গড়ে দেন সাদিকুর রহমান ও তোফায়েল আহমেদ। হাফ সেঞ্চুরির পর তোফায়েল ফিরলেও সেঞ্চুরির পথেই ছুঁটছিলেন সাদিকুর। তবে রুয়েল মিয়ার স্লোয়ার ডেলিভারিতে ইন সাইড এজ হয়ে আক্ষেপ নিয়ে ফিরেছেন ৮৯ রানের ইনিংস খেলা এই ব্যাটার। সাদিকুরের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্স জয় পেয়েছে ৪ উইকেটে। হাফ সেঞ্চুরির পাশাপাশি ২ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তোফায়েল।