‘শেষে যা ঘটেছে, ওটা খেলারই অংশ’, গিলের আগ্রাসন নিয়ে রাহুল
লর্ডস টেস্টের তৃতীয় দিনের শেষ মুহূর্তে মাঠে সৃষ্টি হয় উদ্বেগজনক পরিস্থিতি। এবার এ নিয়ে মুখ খুললেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। শেষ বিকেলে ইংল্যান্ডকে খেলতে হয়েছিল ৮-১০ মিনিটের মতো। আর সেখানেই ঘটে নাটকীয় ঘটনা, যা স্রেফ 'খেলার অংশ' বলে মনে করেন রাহুল।