মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেই স্টোকস, ইংল্যান্ডের নেতৃত্বে পোপ

ছবি: শেষ টেস্টে খেলবেন না বেন স্টোকস, ফাইল ফটো

স্টোকসের বদলি হিসেবে দলে ঢুকেছেন তরুণ জ্যাকব বেথেল। ব্যাটিং অর্ডারে ছয়ে খেলবেন তিনি। এই নিয়ে টেস্ট অভিষেক হচ্ছে বাঁহাতি এই ব্যাটারের। সুতরাং একদিকে স্টোকসের অভাব, অন্যদিকে অভিষিক্ত এক ক্রিকেটারকে নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডকে।
টেস্টে ‘ইনজুরি বদলি’ চাওয়া গম্ভীরের, ‘হাস্যকর’ বলছেন স্টোকস
২৮ জুলাই ২৫
ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকান স্টোকস। ব্যাট হাতে ১৪১ রানের ইনিংস খেলার আগে বল হাতে ৭২ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি। ফলে ইংল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেটের বিরল রেকর্ড গড়েন তিনি।

এদিকে শুধু স্টোকস নয়, ওভাল টেস্টে মাঠে নামা হচ্ছে না দুই পেসার জফরা আর্চার ও ব্রাইডন কার্সেরও। আগের চারটি টেস্টেই খেলা কার্স এবার বিশ্রামে। স্পিনার লিয়াম ডসনকেও রাখা হয়নি স্কোয়াডে। সব মিলিয়ে বোলিং ইউনিটে এক ঝাঁক বদল!
ওভালে খেলবেন না বুমরাহ
৩০ জুলাই ২৫
এই তিন জনের জায়গায় দলে এসেছেন গাস অ্যাটকিনসন, জশ টাং ও অলরাউন্ডার জেমি ওভারটন। এই তিন পেসার এবার বল হাতে লড়বেন ভারতের বিপক্ষে। অন্যদিকে আগের ম্যাচে ভালো পারফর্ম করা ক্রিস ওকস জায়গা ধরে রেখেছেন একাদশে।
ইংল্যান্ডের পঞ্চম টেস্টের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।