
একাদশে ৪ ওপেনার ও জাকেরকে না খেলানোর ব্যাখ্যা দিলেন সিমন্স
প্রথম টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এর চেয়েও বেশি আলোচনা হচ্ছে চার ওপেনার নিয়ে একাদশ সাজানো। একাদশে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস ও নাইম শেখ ছিলেন। এর মধ্যে তানজিদ ও ইমন ওপেনিং করেছেন।