সংযুক্ত আরব আমিরাতে শেষ হওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে না থাকায় বিপিএল শুরুর আগেই বাংলাদেশে এসেছিলেন আমির। সিলেটের প্রথম ম্যাচ থেকেই খেলেছেন বাঁহাতি এই পেসার। পুরো মৌসুমের জন্যই পাকিস্তানের সাবেক ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে টুর্নামেন্ট শেষের আগেই পাকিস্তানে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আমির।
যদিও ঠিক কী কারণে তিনি দেশে ফিরেছেন সেটার বিস্তারিত কিছু জানায়নি সিলেট। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। চুক্তির শর্তানুযায়ী, আমিরের ৭০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। টুর্নামেন্টের কোন এক পর্যায়ে আবারও আসবেন কিনা সেটা নিশ্চিত করেনি সিলেট।
এখনো পর্যন্ত সিলেটের হয়ে ৬ ম্যাচ খেলে মাত্র চারটি উইকেট নিয়েছেন আমির। বাঁহাতি পেসারের পাশাপাশি বিপিএল ছেড়েছেন পাকিস্তানের সাইম আইয়ুবও। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ফিরতে হয়েছে তাকে। সিলেটের হয়ে চার ম্যাচ খেলেছেন তিনি। চুক্তি অনুযায়ী, চারটি ম্যাচের পারিশ্রমিকই পরিশোধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। শ্রীলঙ্কা সিরিজ শেষে আবারও ফিরতে পারেন সাইম।
প্রতিবেদন লেখার সময় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট। এর আগে ছয়টি ম্যাচ খেলে সমান তিনটি করে ম্যাচ জিতেছে এবং হেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজরা। ৫ ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম।