টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আয়োজক নেপাল

ছবি: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা, আইসিসি

আগামী ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই বাছাইপর্ব। সব ম্যাচই হবে কাঠমান্ডুর মূলপানি এলাকার লোয়ার মূলপানি ক্রিকেট স্টেডিয়াম এবং আপার মূলপানি ক্রিকেট স্টেডিয়ামে। তবে পুরো সূচি এখনও ঘোষণা করেনি বিশ্ব ক্রিকেটের আয়োজকরা।
নেপাল-নেদ্যারল্যান্ডসসহ ৫ দলের সঙ্গে সিরিজ খেলার আলোচনায় বিসিবি
২৬ জুলাই ২৫
এই বাছাইপর্বে ১০টি দল অংশ নেবে এবং এখান থেকে চারটি দল বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পাবে। বিশ্বকাপের মূল আসর মাঠে গড়াবে ২০২৬ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে। বাছাইপর্বে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এখন পর্যন্ত পাঁচটি দল নিশ্চিত হয়েছে।

বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুবাদে সরাসরি বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে থাইল্যান্ড এবং স্বাগতিক নেপাল জায়গা করে নিয়েছে, আর আমেরিকা অঞ্চল থেকে বাছাই পর্বে খেলবে যুক্তরাষ্ট্র।
বাকি পাঁচটি দল নির্ধারিত হবে অন্যান্য আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে—আফ্রিকা এবং ইউরোপ অঞ্চল থেকে দুটি করে দল এবং পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে একটি দল সুযোগ পাবে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ১০টি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হবে।
প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। সেখান থেকে সেরা ছয় দল যাবে সুপার সিক্স পর্বে, তারপর অনুষ্ঠিত হবে ফাইনাল। ২০২৬ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ১২টি দল অংশ নেবে, যেখানে ২০২৪ আসরে অংশ নিয়েছিল ১০টি দল। বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, যারা গতবারের ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল।