এখন পর্যন্ত আইপিএল নিলামে বিক্রি হলেন যারা

নারী আইপিএল
এখন পর্যন্ত আইপিএল নিলামে বিক্রি হলেন যারা
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০২৬ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে নারী আইপিএলের আগামী আসর। চতুর্থ মৌসুমের আগে ২৭ নভেম্বর দিল্লিতে হচ্ছে নিলামে। যেখানে নাম দিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। পেসার মারুফার সঙ্গে আছেন দুই অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও রাবেয়া খান।

আইপিএল নিলামের প্রথম রাউন্ডে দীপ্তি-অ্যামেলিয়ার বাজিমাত

নারী আইপিএল নিলামের মার্কি ক্যাটাগরিতে ছিলেন ৮ ক্রিকেটার। যেখানে একমাত্র ক্রিকেটার হিসেবে অবিক্রিত অ্যালিসা ছিলেন। বাকিদের মধ্যে আবারও মুম্বাইয়ে ফিরেছেন অ্যামেলিয়া কার। নিউজিল্যান্ডের অলরাউন্ডারকে ফেরাতে ৩ কোটি টাকা খরচ করতে হয়েছে তাদের। সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন দীপ্তি শর্মা। ৩ কোটি ২০ লাখ রুপিতে রাইট টু ম্যাচ অপশন ব্যবহার করে তাকে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। একই দলের হয়ে খেলবেন ম্যাগ ল্যানিং, সোফি একলেস্টনও। এ ছাড়া গুজরাট জায়ান্টসে সোফি ডিভাইন ও রেনুকা সিং।

নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

৮৭তম ক্রিকেটার হিসেবে ১৫ নম্বর সেটে আছেন মারুফা। যা পেস বোলারদের দুই নম্বরে সেট। যদিও প্রথম ধাপে নিলামে মারুফার নাম ওঠা একটু কঠিন। কারণ প্রথমে মাত্র ৬৭ জন ক্রিকেটারের নাম তোলা হবে। পরবর্তীতে শুরু হবে অ্যাক্সিলারেটেড রাউন্ড।

সেই রাউন্ডের জন্য নিলামে না ওঠা এবং অবিক্রিতদের মধ্যে থেকে বেশ কিছু ক্রিকেটারের নাম বাছাই করবে ফ্র্যাঞ্চাইজিরা। মারুফাকে দলে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজির যদি আগ্রহ থাকে তাহলে নিলামে নাম তোলা হতে পারে ডানহাতি এই পেসারের। স্বর্ণা ও রাবেয়ার ক্ষেত্রেও পরিস্থিতিটা একই। নিলামের জন্য নিবন্ধন করা ২২৭ ক্রিকেটারের তালিকার শেষ ক্রিকেটার হচ্ছে স্বর্ণা।

অলরাউন্ডারদের সেটে ৬ এবং এমনিতে ৩৪ নম্বর সেটে আছেন বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার। স্বর্ণার ভিত্তিমূল্যও ৩০ লাখ রুপি। রাবেয়া অবশ্য স্বর্ণার একটু আগেই আছেন। একই সেটে থাকা রাবেয়ার সিরিয়াল নম্বর ২৩২। যার ফলে তাদের নিলামে নাম ওঠার সম্ভাবনা ক্ষীণ।

নারী আইপিএলে পাঁচ দলের স্কোয়াড:

মুম্বাই ইন্ডিয়ান্স:

রিটেইন— ন্যাট-সিভার ব্র্যান্ট, হারমানপ্রীত কৌর, হেইলি ম্যাথিউস, আমানজোৎ কৌর এবং জি কমলিনী।

নিলাম থেকে— অ্যামেলিয়া কার, শবনম ইসমাইল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

রিটেইন— স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, এলিস পেরি, শ্রেয়াঙ্কা পাতিল

নিলাম থেকে— জর্জিয়া ভল, নাদিনে ডি ক্লার্ক, রাধা যাদব, লরেন বেল, লিনসে স্মিথ

দিল্লি ক্যাপিটালস:

রিটেইন—জেমিমা রদ্রিগেজ, শেফালি ভার্মা, অ্যানাবেল সাদারল্যান্ড, মারিজান ক্যাপ নিকি প্রসাদ

নিলাম থেকে— লরা উলভার্ট, শেনেলে হেনরি, শ্রী চারানি, স্নেহ রানা, লিজেলে লি

গুজরাট জায়ান্টস:

রিটেইন— অ্যাশলে গার্ডনার, বেথ মুনি

নিলাম থেকে— রেনুকা সিং, সোফি ডিভাইন, ভারতীয় ফুলমালি, তিতাস সান্ধু

ইউপি ওয়ারিয়র্স:

রিটেইন— শ্রেতা শেহরাওয়াত

নিলাম থেকে— দীপ্তি শর্মা, ম্যাগ ল্যানিং, সোফি একলেস্টন, ফোবি লিচফিল্ড, কিরান নাভগিরে, হারলিন দেওল, ক্রান্তি গাউদ, আশা সোবহানা

আরো পড়ুন: নারী আইপিএল