সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি হবে গৌহাটিতে। আর অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ম্যাচটি হবে মুম্বাইয়ে। ২০১৭ সালেও সেমি ফাইনালে এই চারটি দলই জায়গা করে নিয়েছিল। এমনকি দুই সেমি ফাইনালে তারাই একে অপরের প্রতিপক্ষ হিসেবে ছিল। এবারও এটাই হতে চলেছে।
গ্রুপ পর্বে অপরাজিত থেকে একমাত্র দল হিসেবে শীর্ষে থেকে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচে ছয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তারা সবার উপরে আছে। শনিবার ইন্দোরে সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। পাঁচ জয়ে ও দুই হারে ১০ পয়েন্ট নিয়ে সাউথ আফ্রিকা আছে দ্বিতীয় স্থানে।
ইংল্যান্ড এখন পর্যন্ত ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে, তারা যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তবে দ্বিতীয় স্থানে উঠবে। ভারত ছয় ম্যাচে তিন জয় ও তিন হারে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। তাদের শেষ ম্যাচটি রবিবার মুম্বাইয়ে বাংলাদেশের বিপক্ষে।
ওই দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ডও। আবহাওয়ার দিক থেকে গৌহাটিতে প্রথম সেমিফাইনালের দিনে টসের সময়ের কাছাকাছি ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুম্বাইয়েও আকাশ মেঘলা থাকতে পারে, সন্ধ্যায় বজ্রঝড়ের পর কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
সেমি ফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। ফলে খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদি কোনো সেমিফাইনালে ফল না আসে, তাহলে পয়েন্ট টেবিলে উপরের স্থানে থাকা দল ফাইনালে উঠবে। আর ফাইনালেও যদি ফল না আসে আইসিসির নিয়ম অনুযায়ী তাহলে দুই দল যৌথভাবে ট্রফি ভাগাভাগি করবে।
নারী বিশ্বকাপে নকআউট পর্বে ভারত ও অস্ট্রেলিয়া তিনবার মুখোমুখি হয়েছে—এর মধ্যে দুবার জিতেছে অস্ট্রেলিয়া, একবার ভারত। ইংল্যান্ড ৫০ ওভারের বিশ্বকাপে নকআউট ম্যাচে দুইবার মুখোমুখি হয়ে দুইবারই সাউথ আফ্রিকাকে হারিয়েছে।