ভারতের বিশ্বকাপ দলে নেই শেফালি, ফিরলেন রেনুকা

নারী ক্রিকেট
ভারতের বিশ্বকাপ দলে নেই শেফালি, ফিরলেন রেনুকা
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
লম্বা সময় ধরেই ভারতের ওয়ানডে দলে নেই শেফালি ভার্মা। সবশেষ ইংল্যান্ড সফরেও ৫০ ওভারের ক্রিকেট দলেও ছিলেন না ডানহাতি এই ওপেনার। এমন অবস্থায় ঘরের মাঠে ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডে সুযোগ মেলেনি শেফালির। তবে চোট কাটিয়ে ফিরেছেন পেসার রেনুকা সিং ঠাকুর।

বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড— হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), প্রাতিকা রাওয়াল, হারলিন দেওল, জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ, স্বস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, স্নেহ রানা, আমানজোৎ কৌর, রাধা যাদব, শ্রী চারানি, ক্রান্তি গাউদ, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর।

স্ট্যান্ড-বাই— তেজাল হাসানিস, প্রেমা রাওয়াল, প্রিয়া মিশ্রা, উমা ছেত্রী, মান্নু মানি, সায়ালি সাঘারে।

আরো পড়ুন: শেফালি ভার্মা