
বদলে গেল ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা উদযাপনের জেরে এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুমতি না পাওয়ায় নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ হারাল কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। এম চিন্নাস্বামী অনুমতি না পাওয়ায় বেঙ্গালুরু পরিবর্তে ন্যাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। আনুষ্ঠানিক ঘোষণায় নিশ্চিত করেছে আইসিসি।