
ক্যাচ দুটো নিতে পারলে ফলাফল ভিন্ন হতে পারতো: জ্যোতি
ম্যাচ জিততে তখনো সাউথ আফ্রিকার মেয়েদের ৪২ বলে প্রয়োজন ছিল ৫৩ রান। হাফ সেঞ্চুরিয়ান মারিজান ক্যাপ আউট হওয়ার পর ৪৬ রানে ব্যাটিং করছিলেন কোলি ট্রায়ন। লেগ স্পিনার রাবেয়া খানের অফ স্টাম্পের বাইরের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে টেনে মিড উইকেট দিয়ে ছক্কা মারতে চাইলেন ডানহাতি এই ব্যাটার। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় ডিপ মিড উইকেট ক্যাচ উঠে। তবে সুযোগটা নিতে পারেননি বদলি ফিল্ডার সুমাইয়া আক্তার।