
ভারতের বিশ্বকাপ দলে নেই শেফালি, ফিরলেন রেনুকা
লম্বা সময় ধরেই ভারতের ওয়ানডে দলে নেই শেফালি ভার্মা। সবশেষ ইংল্যান্ড সফরেও ৫০ ওভারের ক্রিকেট দলেও ছিলেন না ডানহাতি এই ওপেনার। এমন অবস্থায় ঘরের মাঠে ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডে সুযোগ মেলেনি শেফালির। তবে চোট কাটিয়ে ফিরেছেন পেসার রেনুকা সিং ঠাকুর।