তাইজুল ও আজিমে বিধ্বস্ত শাইনপুকুর

ঢাকা প্রিমিয়ার লীগ
তাইজুল ও আজিমে বিধ্বস্ত শাইনপুকুর
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে  ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমেছিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এই ম্যাচে শাইনপুকুরকে ৩৮ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে মোহামেডান।   

এদিন টুর্নামেন্টের ৫১তম এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মোহামেডান অধিনায়ক শামসুর রহমান। এরপর ব্যাটিংয়ে নেমে রনি তালুকদার, অধিনায়ক শামসুর রহমান রকিবুল হাসান এবং সাইদ সরকারের হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ৩০৬ রানের পাহাড় গড়ে মোহামেডান।  রনি ৭৭, শামসুর ৬০, রকিবুল ৫৫ এবং সাইদ ৫৮ রান করেন। 

শাইনপুকুরের পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ১০ ওভারে ৫৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন রায়হান উদ্দিন এবং আব্দুল গাফফার।

৩০৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদ সাইফুদ্দিন এবং শুভাগত হোম জোড়া হাফসেঞ্চুরি হাঁকালেও জয় নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয়েছে শাইনপুকুর। এই দুই ব্যাটসম্যান ছাড়াও রানের দেখা পেয়েছেন দুই ওপেনার ফারদিন হাসান অনি (৩৪), সাদমান ইসলাম (২৫), উদয় কাউল (২৬) এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যান রায়হান উদ্দিন (৩৮)।

তবে বেশিরভাগ ব্যাটসম্যান রান করতে পারলেও মোহামেডানের বোলারদের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত ২৬৮ রানে অলআউট হতে হয়েছে শাইনপুকুরকে। ফলে ৩৮ রানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় শামসুর রহমানের মোহামেডান।   

মোহামেডানের পক্ষে ৯ ওভারে মাত্র ৪৫ রানে ৪ উইকেট শিকার করেছেন মোহাম্মদ আজিম। অপরদিকে তাইজুল ইসলাম ১০ ওভারে ৬৪ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট। এছাড়াও ১টি উইকেট নেন এনামুল হক জুনিয়র। 

মোহামেডান স্পোর্টিং ক্লাব- 

জনি তালুকদার, ইরফান শুক্কুর, রনি তালুকদার, গুরিন্দার সিং, শামসুর রহমান (অধিনায়ক), রকিবুল হাসান, সাইদ সরকার, এনামুল হক, তাইজুল ইসলাম, কাজি অনিক, মোহাম্মদ আজিম।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব-

ফারদিন হাসান অনি, সাদমান ইসলাম, উদয় কাউল, তৌহিদ হৃদয়, আব্দুল গাফফার, আফিফ হোসেন, শুভাগত হোম, (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, নাইম ইসলাম জুনিয়র, রায়হান উদ্দিন, সুজন হাওলাদার। 

আরো পড়ুন: this topic