তবুও সাব্বিরে অগাধ বিশ্বাস

ছবি:

নিদাহাস ট্রফির মুল আসরের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশকে হারিয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান।
প্রস্তুতি ম্যাচে তিন নম্বরে ব্যাট করে ১০ বল খেলে মাত্র ১ রান করে আউট হয়েছেন সাব্বির। বেশ কিছুদিন ধরেই সব ফরম্যাটে ব্যাট হাতে ব্যর্থ হয়ে সমালোচিত হচ্ছেন সাব্বির।
শ্রীলঙ্কায় পা রাখার আগে পিএসএলে জালমির হয়ে ব্যাট হাতে একটি ম্যাচে নায়ক হওয়ার সুযোগ হাতছাড়া করেছেন। তারও আগে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১ রান করে দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়েছিলেন।

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরেও ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাব্বির। গত বছর শ্রীলঙ্কা সফরেও খুব বেশি কিছু করতে পারেননি টি-টোয়েন্টি সিরিজে।
তিন ফরম্যাটেই টানা ব্যর্থ হয়ে সমালোচনার রশদ দিচ্ছেন সাব্বির নিজেই। সবশেষ ৫ টেস্ট ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৯ রান। আর সবশেষ ১১ ওয়ানডে ইনিংসে ফিফটি নেই।
তারপরও, নিদাহাস ট্রফি যেহেতু টি২০ ফরম্যাটের তাই এই সিরিজে সাব্বিরের উপর ভরসা রাখতে চান বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার। তিনি মনে করেন সাব্বিরের আগ্রাসী ব্যাটিং এই সিরিজে বাংলাদেশ দলের জন্য সহায়ক হবে।
বাশারের ভাষ্যমতে, “সাব্বির কিন্তু নতুন ক্রিকেটার নয়। অনেক দিন থেকেই খেলছে। ওর প্রতি তাই প্রত্যাশাও বেশি। বিশেষ করে এই সংস্করণে ওর কাছ থেকে ভালো কিছু আশা করি আমরা। অসাধারণ কিছু আশা করি। কারণ সে এমন একজন ব্যাটসম্যান যে বড় শট খেলতে পারে, সীমানা ছাড়াতে পারে।”
সাম্প্রতিক সময়ে সাব্বির ব্যাট হাতে ব্যর্থ হলেও, এই সিরিজে তিনি প্রত্যাশা পুরণ করতে পারবেন বলে বিশ্বাস বাশারের, “কিছুদিন ধরে ওর কাছ থেকে তেমন কিছু পাচ্ছি না। আশা করি মূল ম্যাচে পারবে। কারণ সে আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আশা করি, মূল ম্যাচে সমস্যাগুলো থাকবে না, প্রত্যাশা পূরণ করতে পারবে।”