একই দিনে জয় পেয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, সময় টিভি, জাগোনিউজ২৪.কম, দৈনিক কালের কণ্ঠ, চ্যানেল আই, দ্য ডেইলি স্টার ও দ্য ডেইলি সান। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার সকালে রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি কমিটির প্রধান ও রংপুর রাইডার্সের এডভাইজর মেহরাব আলম চৌধুরি এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। দিনের প্রথম ম্যাচে দৈনিক মানবজমিনকে ৪ উইকেটে হারায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
ব্যাট হাতে ৯ বলে ৩৩ ও বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন তাওসিফ। একই সময় হওয়া অন্য ম্যাচে দৈনিক নয়া দিগন্তকে ৪ উইকেটে হারায় সময় টিভি। বল হাতে ২ ওভারে মাত্র ৫ রানে ২ উইকেট ও ব্যাটিংয়ে ১০ বলে ৩০ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাকলাইন প্রীতম।
ডিবিসি নিউজকে ৩ উইকেটে হারিয়েছে জাগোনিউজ২৪.কম। ২ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সাঈদ শিপন। হাড্ডাহাড্ডি লড়াই হওয়া ম্যাচে শেষ ওভারে গিয়ে টি স্পোর্টসকে ১ উইকেটে হারিয়েছে দৈনিক কালের কণ্ঠ। ১৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন জয়নাল।দৈনিক কালবেলাকে ৪ উইকেটে হারিয়েছে চ্যানেল আই। মাত্র ৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সুব্রত গাইন।
দৈনিক ইনকিলাবের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে দ্য ডেইলি স্টার। বল হাতে ২ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট ও ব্যাটিংয়ে ৮ বলে ২১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন মুসাহো মুকুল।দিনের শেষ ম্যাচে দৈনিক দেশ রুপান্তরকে ৪ উইকেটে হারায় দ্য ডেইলি সান। ১৪ বলে ৩২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন তানভিন আঞ্জুম তামিম।