স্কোর নিয়ে সন্তুষ্ট হয়ে বোলারদের দায় দিলেন মিরাজ
ছবি: সংগৃহীত
অধিনায়ক মিরাজ চার নম্বরে নেমে ৭৪ রান করতে খেলেন ১০১ বল! শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ ৪৪ বলে ৫০ এবং জাকের আলী করেন ৪০ বলে ৪৮ রান। আরেকটু হাত খুলে খেলতে পারলেই ৩২০ বা তার বেশি হয়ে যেত বাংলাদেশের স্কোর।
যদিও সেটা মনে করেন না মিরাজ। টসের সময়ই তিনি জানিয়েছিলেন ২৮০ রান করতে পারলেই ভালো ফলাফল প্রত্যাশা করেন তিনি। ম্যাচ শেষেও জানিয়েছেন একই কথা। উল্টো বোলারদের দায় দিলেন তিনি।
মিরাজ বলেন, 'হ্যাঁ, আমরা সন্তুষ্টই ছিলাম। এই ধরনের উইকেটে জন্য ২৯৫ খুব ভালো স্কোর। তাদেরকে কৃতিত্ব দিতেই হবে, তারা অনেক ভালো খেলেছে। বিশেষ করে শেই হোপ ও রাদারফোর্ড, ভালো জুটি গড়েছে তারা। মাঝের সময়টায় আমরা উইকেট নিতে পারিনি। আমাদের বোলারদের জন্য দিনটি কঠিন ছিল।'
'শুরুটা খুব ভালো করেছিলাম আমরা, বিশেষ করে নাহিদ রানা, তাসকিন ও তানজিম ভালো বল করেছে। কিন্তু মাঝে ওভারগুলোয় আমরা উইকেট বের করতে পারিনি। তবে এই ধরনের উইকেটে এমন কিছু হতেই পারে। উইকেট খুব ভালো এবং অবশ্যই ওদেরকে কৃতিত্ব দিতেই হবে।'
সিরিজে বাকি আছে আরও দুটি ম্যাচ। আগামী ১০ ও ১২ ডিসেম্বর সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি দুটি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই দুটি ম্যাচ জিতেই সিরিজ জিততে চায় বাংলাদেশ।
মিরাজ আরও বলেন, 'অনেক কিছুই শিখতে পারি আমরা। আজকে বেশ কিছু ভুল করেছি। পরের ম্যাচে আরও ভালো করায় মনোযোগ দিতে হবে আমাদের। এখনও দুই ম্যাচ বাকি আছে। জয়ের জন্য পরিকল্পনা করতে হবে আমাদের। আমি এখনও মনে করি, আমাদের ভালো সুযোগ আছে।'