মার্শের ঝড়ো ফিফটির কাছে হার মানল রবিনসনের বিধ্বংসী সেঞ্চুরি

আন্তর্জাতিক
মার্শের ঝড়ো ফিফটির কাছে হার মানল রবিনসনের সেঞ্চুরি
মিচেল মার্শ (বামে) এবং টিম রবিনসন (ডানে), ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টিম রবিনসনের সেঞ্চুরির ম্যাচে আগ্রাসী হাফ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে জেতালেন মিচেল মার্শ। ১৬.৩ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় সফরকারিরা।

মাউন্ট মঙ্গানুইতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ছয় উইকেটে ১৮১ রান তোলে নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে ছয় রান তুলতেই তিন উইকেট হারায় দলটি। ইনিংসের তৃতীয় বলেই ফিরে যান টিম সেইফার্ট (৪)।

পরের ওভারে বেন ডোয়ারশুইসের বলে বোল্ড হন ডেভন কনওয়ে। ঠিক পরের বলে মার্ক চ্যাপম্যানকেও ফেরান এই পেসার। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ডোয়ারশুইস। তারপর ৯২ রানের জুটি গড়েন রবিনসন এবং ড্যারিল মিচেল।

২৩ বলে ৩৪ রান করে ম্যাথু শর্টের বলে লং অনে ক্যাচ দিয়ে মিচেল ফিরলে এই জুটি ভাঙে। সেঞ্চুরি তুলে রবিনসন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৬৬ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় ১০৬ রান আসে তার ব্যাটে।

এ ছাড়া বেভন জ্যাকবসের ব্যাটে আসে ২১ বলে ২০ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নেন ডোয়ারশুইস। একটি করে উইকেট নেন জস হ্যাজেলউড এবং শর্ট।

লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ৬৭ রান তোলে অস্ট্রেলিয়া। ৫.৩ ওভারে ট্রাভিস হেডকে ফেরান ম্যাট হেনরি। ১৮ বলে ৩১ রান করে মিড উইকেটে ক্যাচ দেন হেড। তারপর ৬৮ রানের জুটি গড়েন মার্শ এবং শর্ট।

এই জুটি ভাঙেন কাইল জেমিসন। দারুণ এক লেংথ ডেলিভারিতে ১৮ বলে ২৯ রান করা শর্টকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন জেমিসন। দলকে জয়ের কাছাকাছি নিয়ে ফিরে যান মার্শ। ৪৩ বলে ৯টি চার ও পাঁচটি ছক্কায় ৮৫ রান করে ফিরে যান তিনি।

এই উইকেটটিও নেন হেনরি। তার বলে ডিপ কাভারে ধরা পড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক। অ্যালেক্স ক্যারি সাত বলে সাত রানে ফিরলেও অস্ট্রেলিয়ার ম্যাচ জিততে সমস্যা হয়নি। টিম ডেভিড ১২ বলে ২১ এবং মার্কাস স্টইনিস এক বলে চার রানে অপরাজিত থাকেন।

আরো পড়ুন: মিচেল মার্শ