ওয়ানডে র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পেছনে চলে গেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
১৮ ঘন্টা আগে
অবশেষে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজটি হারার পাশাপাশি র্যাঙ্কিংয়েও খানিকটা পিছিয়ে পড়ল নাজমুল হোসেন শান্তর দল। আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়েই দেখা গেছে এমনটা।

সর্বশেষ হালনাগাদকৃত সেই র্যাঙ্কিংয়ে দেখা যায় জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। হাশমতউল্লাহ শহীদির আফগানিস্তান ৯ থেকে উঠে এসেছে ৮ নম্বরে, অপরদিকে শান্তর বাংলাদেশ ৮ থেকে নেমে গেছে ৯ নম্বরে।
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
এই সিরিজটি শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬, আফগানদের ৮৪। তিন ম্যাচের সিরিজে দাপুটে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন ৮৫। বাংলাদেশেরও ৮৫। যদিও ভগ্নাংশের হিসেবে পিছিয়ে থাকায় শান্তর দল এখন ৯ নম্বরে।
আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং-
ক্রম | দল | রেটিং |
১ (-) | ভারত | ১১৮ |
২ (-) | অস্ট্রেলিয়া | ১১৩ |
৩ (-) | পাকিস্তান | ১০৯ |
৪ (-) | সাউথ আফ্রিকা | ১০৬ |
৫ (-) | নিউজিল্যান্ড | ১০১ |
৬ (-) | শ্রীলঙ্কা | ৯৬ |
৭ (-) | ইংল্যান্ড | ৯২ |
৮ (+১) | আফগানিস্তান | ৮৫ |
৯ (-১) | বাংলাদেশ | ৮৫ |
১০ (-) | ওয়েস্ট ইন্ডিজ | ৭৫ |