promotional_ad

তানজিদের সেঞ্চুরি, অপেক্ষায় ফরহাদ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শেখ মেহেদীর ফুলার লেংথ ডেলিভারিতে লং অন ও মিড উইকেটের মাঝখান দিয়ে উড়িয়ে মারার চেষ্টা করেছিলেন তানজিদ হাসান তামিম। তবে ব্যাটে-বলের টাইমিংয়ে গড়বড় হওয়ায় সীমানার খুব কাছ থেকে বল ফিরিয়ে দিয়েছেন ফিল্ডার। এর ফাঁকে অবশ্য দুই রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন তানজিদ তামিম। বাঁহাতি ওপেনারের সেঞ্চুরির দিনে ৯১ রানে অপরাজিত আছেন ফরহাদ হোসেন। হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন আরেক ব্যাটার শাখির হোসেন শুভ্র। তাদের তিনজনের ব্যাটে প্রথম দিন শেষে খুলনার বিপক্ষে রাজশাহী বিভাগের সংগ্রহ ৪ উইকেটে ৩৮৫ রান।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে রাজশাহীকে ভালো শুরু এনে দেন তানজিদ তামিম ও সাব্বির হোসেন। ইনিংসের শুরু থেকেই ওয়ানডে ঘরানার ব্যাটিং করতে থাকেন তারা ‍দুজন। সাব্বির ও তানজিদের জুটি ভাঙেন মেহেদী। ডানহাতি অফ স্পিনারের বলে লং অফের উপর দিয়ে বের করে দিতে চেয়েছিলেন সাব্বির। তবে মিড অফে দাঁড়িয়ে থাকা আব্দুল হালিম সহজ ক্যাচ নিলে ডানহাতি ওপেনারকে ফিরতে হয় ২১ বলে ১৮ রানের ইনিংস খেলে।


সাব্বির ফেরার পর দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ। অফ স্পিনার মেহেদীর বলে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ৪০ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। এর আগে তিনে নেমে সুবিধা করতে পারেননি হাবিবুর রহমান। মেহেদী বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ১৮ বলে ১৩ রান। তবে তরুণ এই ব্যাটার ফেরার প্রিতম কুমারকে সঙ্গে নিয়ে রাজশাহীকে এগিয়ে নিতে থাকেন তানজিদ। তাদের দুজনের শতরানের জুটি ভেঙেছে প্রিতমের বিদায়ে।



promotional_ad

৬২ বলে ৪৬ রানের ইনিংস খেলা ডানহাতি ব্যাটারকে ফিরিয়েছেন আল আমিন হোসেন। ডানহাতি পেসারের লেংথে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারি খেলার চেষ্টাই করেননি প্রিতম। বল এসে সরাসরি প্যাডে আঘাত হানলে রাজশাহীর ব্যাটারকে আউট দিতে খুব বেশি ভাবতে হয়নি আম্পায়ারকে। হাফ সেঞ্চুরির খুব কাছে থাকা প্রিতম ফিরতে হয়েছে আক্ষেপ নিয়ে। চারে নামা প্রিতম ফেরার পর সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। দারুণ ব্যাটিংয়ে ১০১ বলে পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরি।


শতক পেতেই দ্রুত রান তোলায় মনোযোগী হয়ে উঠেন তানজিদ। যার ফলে দেড়শ ছোঁয়ার আগেই ফিরতে হয়েছে তাকে। হালিমের ওই ওভারের প্রথম বলেই মিড অফ দিয়ে চার মেরেছিলেন তিনি। পরের বলেও এমন কিছুই চেষ্টা করেছিলেন। তবে বাড়তি বাউন্সের কারণে শেষ মূহুর্তে ডাক করতে গিয়ে টপ এজ হয়ে উইকেটকিপার মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দিয়েছেন। তানজিদ সাজঘরে ফিরেছেন ১৪১ রানের ইনিংস খেলে।


২৫১ রানে ৩ উইকেট হারানোর পর দিনের শেষ সেশনে রাজশাহীকে আর কোনো উইকেট হারাতে দেননি ফরহাদ ও সাকির। দুজনে মিলে ১৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। ১১ চারে ১৮৮ বলে ৯১ রানের ইনিংস খেলে সেঞ্চুরির অপেক্ষায় আছেন ফরহাদ। তাকে সঙ্গ দেয়া শাখির পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। তিনি অপরাজিত আছেন ৬১ রানের ইনিংস খেলে। বড় সংগ্রহের লক্ষ্যে দ্বিতীয় দিনের সকালে আবারও ব্যাটিংয়ে নামবেন তারা দুজন।


সংক্ষিপ্ত স্কোর:



রাজশাহী ১ম ইনিংস- ৩৮৫/৪ (৯০ ওভার) (তানজিদ ১৪১, ফরহাদ ৯১*, শাখির ৬১*, প্রিতম ৪৬; মেহেদী ২/১০৭, হালিম ১/৬০, আল আমিন ১/৮১)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball