promotional_ad

প্রথম লক্ষ্য ম্যাচ জেতা, ‘ফ্লো’ পেলে সেমিফাইনাল খেলতে চাই: জ্যোতি

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অনেক সময় মেয়ে ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়: জ্যোতি

১৮ ফেব্রুয়ারি ২৫
নারী ডিপিএল শুরুর আগে ট্রফি উন্মোচনে ৯ দলের অধিনায়করা, ক্রিকফ্রেঞ্জি

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ছে বাংলাদেশ নারী দল। দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন দলটির অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে চায় তার দল।


টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরটি বাংলাদেশেই হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে টুর্নামেন্টটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।



promotional_ad

দেশের মাটিতে বিশ্বকাপ না খেলতে পারলেও বড় প্রত্যাশা নিয়েই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৪ সাল বাদ দিলে একটি নারী বিশ্বকাপেও এখনও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সবার আগে সেই আক্ষেপটাই মেটাতে চান জ্যোতি। জেতা অভ্যাসে পরিণত হলে সেমিফাইনাল নিশ্চিত করতে চান তিনি।


আরো পড়ুন

পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ

৯ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত, আইসিসি

জ্যোতি বলেন, 'প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল... অবশ্যই.. সেমিফাইনাল কে না খেলতে চায়।'


'আমাদের লক্ষ্য থাকবে সেভাবেই। আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি এক ধাপ এগিয়ে নিতে চাই, তাহলে বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। ওখানে ভালো পারফরম্যান্স করলে শুধু আমরা না, যারা বাংলাদেশে ক্রিকেট খেলে, বাকি যে মেয়েরা... যারা বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চায় তাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই।'



এদিকে নারী টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলেছেন জ্যোতি। সবকিছু ঠিক থাকলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই তার শততম ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচটি নিয়ে তাই বাড়তি রোমাঞ্চ কাজ করছে জ্যোতির মাঝে।


জ্যোতি বলেন ,'প্রথম ম্যাচ স্পেশাল... তো প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে স্পেশাল। আমার জন্য এবং আমার দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে। অবশ্যই.. একজন প্লেয়ার হিসেবে একশ তম ম্যাচ, আমি এখনও জানি না খেলতে পারব কিনা। যদি আল্লাহপাক সুস্থ রাখেন তাহলে তো অবশ্যই খেলব। যদি খেলি, প্রথম লক্ষ্য এটাই থাকবে যেন জিততে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball