বাংলাদেশকে ফিল্ডিং সাজিয়ে দেয়ার কারণ জানালেন পান্ত

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
চেন্নাই টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিল্ডিং সেট করে দিয়েছিলেন ঋষভ পান্ত। ভারতের এই উইকেটরক্ষকের কথা শুনে ফিল্ডিং সাজিয়ে নেন শান্ত নিজেও। এমন ঘটনা হাস্যরসের জন্ম দেয়। ফিল্ডিং সাজানোর ব্যাখ্যা এবার নিজেই দিলেন পান্ত।
চেন্নাই টেস্টে বাংলাদেশের হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। যেখানে দেখা যায়, ম্যাচের একটি পর্যায়ে হিন্দিতে পান্ত বলছেন ‘আরে এখানে একজন ফিল্ডার দাও। মিডউইকেটের এখানে ফিল্ডার কম আছে।’

সেই ভিডিওতে আরও দেখা গেছে পান্তের কথা অনুযায়ী তাসকিন আহমেদের সেই ওভারের শুরুতে অধিনায়ক শান্ত মিডউইকেট অঞ্চলে একজন ফিল্ডার নিয়ে আসেন। নিজের বিপক্ষে ফিল্ডিং সাজিয়ে বিরল এক ঘটনার জন্ম দেন পান্ত।
ম্যাচ শেষে জিও সিনেমাকে একটি সাক্ষাৎকার দেন পান্ত। তাকে তখন প্রশ্ন করা হয়েছিল আপনি কেন বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছিলেন? হাসতে হাসতেই পান্ত এই প্রশ্নের জবাব দেন।
শান্তকে ফিল্ডিং সাজিয়ে দেয়ার ব্যাখ্যা দিয়ে পান্ত বলেন, ‘ক্রিকেটে কীভাবে আরও ভালো করা যায়, এ নিয়ে অজয় (জাদেজা) ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক। আসলে ওখানে তখন ফিল্ডার ছিল না। আর ওদের দু'জন ফিল্ডার এক জায়গায় ছিল। তাই আমি বলেছিলাম একজনকে অন্য জায়গায় দেওয়া দরকার। আর ও সেটা মেনে নেয়।’
চেন্নাই টেস্টে বেশ বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৫১৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৩৪ রানে অলআউট হয় শান্তর দল। ভারতের জিতে ২৮০ রানে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।