ভারতের বোলাররাও মানুষ, তাদের ভুল কাজে লাগাতে হবে: হেম্প

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত নিজেদের মাটিতে ১৭টি টেস্ট সিরিজে অপরাজিত। ঘরের মাঠে ভারতকে লাল বলে হারানো যে কারো জন্যই চ্যালেঞ্জ। এমনকি দেশের বাইরেও ভারতের পারফরম্যান্স ঈর্ষনীয়। তারা যত ভালো দলই হোক না কেন তাদের বিপক্ষে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলা উচিত বলে মনে করেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প।
চেন্নাই টেস্টে বাংলাদেশকে ৫১৫ রানের রেকর্ড লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। জবাবে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে টাইগাররা। প্রথম ইনিংসে ১৪৯ রানে অল আউট না হলে ভারতের আরও কাছে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। তবে নিজেদের ভুলেই বাংলাদেশ সেই সুযোগ হারিয়েছে।

বাংলাদেশ প্রথম ইনিংসে সুযোগ কাজে লাগাতে পারেনি বলে আক্ষেপ করেছেন টাইগারদের ব্যাটিং কোচ। এ নিয়ে দলের ক্রিকেটারদের সঙ্গেও কথা হয়েছে হেম্পের। ভারতের মতো দলের বিপক্ষে চ্যালেঞ্জ থাকবেই। তবে সব মিলিয়ে নিজের সামর্থ্যের শতভাগ দিতে হবে। সেই জায়গাতেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ।
এ প্রসঙ্গে হেম্প বলেছেন, 'আমার মনে হয় ভারত ১৭টি টেস্ট সিরিজ জিতেছে ঘরের মাঠে। সবাই জানে তারা কতটা শক্তিশালী বিশ্বের যেকোনো জায়গায়। বিশেষ করে ঘরের মাঠে। আমরা নিজেদের মেলে ধরার সুযোগ সম্পর্কে কথা বলেছি। এটা আমাদের মনের মধ্যে রাখতে হবে নাহলে প্রতিযোগীতা করে লাভ নেই। আমরা জানি হুমকি আছে কিন্তু আমাদের সুযোগ কাজে লাগতে হবে। দেখতে হবে কীভাবে আমরা নিজেদের সামর্থ্য কাজে লাগাতে পারি।'
প্রথম ইনিংসে জসপ্রিত বুমরাহ-আকাশ দীপদের তোপে রানই করতে পারেনি বাংলাদেশ। টাইগারদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসবে হবে বলে মনে করেন হেম্প। ভারতের বোলাররাও মানুষ। তারাও ভুল করবেন। বাংলাদেশের ব্যাটারদের সেই সুযোগই নেয়া উচিত। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষেও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলা উচিত বলে মনে করেন বাংলাদেশের ব্যাটিং কোচ।
তিনি বলেছেন, 'উদাহরণ হিসেবে কিছু কিছু সময় আমাদের বোলারদের ওপর চড়াও হতে হবে। তখন আমাদের ফিল্ডিংয়ের দিকেও লক্ষ্য রাখতে হবে। যাতে করে আমরা ভুল না করি। আমাদের সবসময় রান করার সুযোগ খুঁজতে হবে। যখন তারা ভুল করবে আমাদের সুযোগ লুফে নিতে হবে। মনে রাখতে হবে ভারতের বোলাররাও মানুষ। তারা সব সময় ভালো বোলিং করবে না। আমরা যদি সব সময় রান তুলতে না চাই তাহলে সুযোগ হারাবো। ভারত, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আমাদের এটাকিং মাইন্ডসেট নিয়ে খেলতে হবে।'