ব্যাটিং নিয়ে আমরা হতাশ: তাসকিন

সংবাদ · বাংলাদেশ-ভারত সিরিজ
ব্যাটিং নিয়ে আমরা হতাশ: তাসকিন
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটিং ব্যর্থতার কারণে টেস্টে পিছিয়ে পড়া বাংলাদেশের ক্রিকেটে নতুন কিছু নয়। পাকিস্তানের মাটিতে সর্বশেষ সিরিজেও মাত্র ৩৬ রানে ৬ উইকেট পড়েছিল। এরপর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ।

এই ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়েনি চলতি ভারত সফরেও। স্বাগতিকদের করা ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র ১৪৯ রানে। এমন ব্যর্থতা পোড়াচ্ছে তাসকিন আহমেদকেও। দ্বিতীয় দিনে ভারতকে দ্রুত গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন তাসকিন।

তিনি একাই নিয়েছেন ৩টি উইকেট। সবাই আশায় ছিল অন্তত ভারতের বিপক্ষে বাংলাদেশ লড়াই করতে পারবে। তবে এর ছিটেফোঁটাও করে দেখাতে পারেনি বাংলাদেশ। উল্টো তিনদিনে টেস্ট হারের শঙ্কা তৈরি হয়েছে। তাসকিন মনে করেন বাংলাদেশের আরও ভালো করার সুযোগ ছিল।

দ্বিতীয় দিনের খেলা শেষে এই পেসার বলেন, 'উইকেটে পেসাররা সহায়তা পাচ্ছিল। এরপরও ব্যাট হাতে আরও ভালো করার সুযোগ ছিল। ব্যাটিং নিয়ে আমরা অবশ্যই হতাশ। আরও ভালো করা যেত।'

ব্যাট হাতে ১৩৩ বলে ১১৩ রানের ইনিংস খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। আর জাদেজা খেলেছেন ৮৬ রানের ইনিংস। এই দুজনের ১৯৯ রানের জুটিই ভারতকে লড়াইয়ের পুঁজি পেতে বড় সাহায্য করেছে। দ্বিতীয় দিন অবশ্য তাদের ইনিংস বড় করতে দেননি বাংলাদেশের বোলাররা।

বোলারদের প্রশংসা করে তাসকিন বলেছেন, 'গতকালও আমরা ভালো শুরু করেছিলাম। অশ্বিন ও জাদেজা ভালো খেলেছে, তখন আমরা বোলিংও ভালো করিনি। আজ সকালেও ভালো সেশন কাটিয়েছি। ৩৭ রানে ওদের বাকি ৪ উইকেট নিয়েছি। সব মিলিয়ে বোলিং ভালো করেছি, তবে আরও ভালো করা যেত। গতকাল আজকের চেয়ে উইকেটে বেশি সহায়তা ছিল। বোলিং ভালোই করেছি, তবে ব্যাটিং নিয়ে খুবই হতাশ।'

ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারানোর ফলেই বাংলাদেশ ব্যাকফুটে এমনটাই জানিয়েছেন তাসকিন। নিজের ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, 'তারা লাইন-লেন্থের দিক থেকে বেশি ধারাবাহিক ছিল। নতুন বলে কিছু ভুলও করেছি। এই কন্ডিশনে প্রথম ১০-১২ ওভারে অনেক চ্যালেঞ্জ থাকে। আমরা বেশি উইকেটও হারিয়ে ফেলেছি যেটা ব্যাটিংকে কঠিন করে তুলেছে।'

আরো পড়ুন: this topic