promotional_ad

অভিনন্দন জানিয়ে বাংলাদেশকে সতর্কও করলেন গম্ভীর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পরিসংখ্যান পক্ষে কথা না বললেও পাকিস্তানে সফরে সবাইকে চমকে দিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো বাবর আজমদের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশকে নিয়ে প্রত্যাশাও বেড়েছে সমর্থকদের। অনেকের ধার???া, ভারত সফরেও দারুণ কিছু করে দেখাবেন নাজমুল হোসেন শান্তরা। তবে সিরিজ শুরুর আগে বাংলাদেশকে সতর্ক করে দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।


পাকিস্তানে সফরে গিয়ে ব্যাটে-বলে অবিশ্বাস্য পারফরম্যান্সে সবাইকে অবাক করে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কোন টেস্ট জয়ের স্মৃতি না থাকা টাইগাররা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়েছে দুই টেস্টেই। পুরো সিরিজ জুড়ে বাংলাদেশের সামনে কোন বিভাগেই দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মীর হামজা, খুররম শেহজাদরা ২৬ রানে ৬ উইকেট তুলে নিলেও সেটা কাজে আসেনি।



promotional_ad

বরং মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরি ও লিটন দাসের সেঞ্চুরিতে ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা ও হাসান মাহমুদের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি শান মাসুদরা। সিরিজ জিততে বাকিটা কাজটা সেরেছেন ব্যাটাররা। পাকিস্তানের বিপক্ষে এমন জয়ে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন গম্ভীর। সেই সঙ্গে শান্তদের সতর্কও করে দিয়েছেন তিনি।


ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, ‘আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ। আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।’


তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে বাংলাদেশ বর্তমানে বেশ গোছানো। কদিন আগে হার্শা ভোগলে দাবি করেছেন, এটাই বাংলাদেশের সেরা দল। অভিজ্ঞতায় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়ছেন মিরাজ। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা পেস বোলিং বিভাগ। গম্ভীর তাই প্রথম বল থেকেই বিরাট কোহলিদের সতর্ক থাকতে বলেছেন।



ভারতের প্রধান কোচ বলেন, ‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’


সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালো করলেও প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবতে চান না গম্ভীর। তিনি বলেন, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইব, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে। আগে যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball