promotional_ad

‘এটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা অর্জন’, দেশে ফিরে বলছেন শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জুলাই-আগস্টে বাংলাদেশে সফরে আসবে পাকিস্তান

৫ ঘন্টা আগে
জুলাই-আগস্টে বাংলাদেশে সফরে আসবে পাকিস্তান, ফাইল ফটো

রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের পুরোটা জুড়ে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স করে দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজদের অবিশ্বাস্য পারফরম্যান্সে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো বাবর আজমদের টেস্টে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। দেশে ফিরে শান্ত জানালেন, এই সিরিজ জয়কে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি ও তার দল।


পাকিস্তানের বিপক্ষে অসাধারণ দুটি জয়ের পর অবশ্য একসাথে দেশে ফিরতে পারেননি ক্রিকেটাররা। দুই ভাগে বিভক্ত হয়ে ৪ সেপ্টেম্বর রাতে দেশের মাটিতে পা রাখছেন তারা। যেখানে প্রথম ভাগের অংশ হিসেবে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন বেশ কয়েকজন।


বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় ঢাকার বিমানবন্দরে নেমেছেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। এরপর করাচি থেকে দুবাই হয়ে ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টায় বাংলাদেশে এসেছেন শান্ত, পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, সিরিজসেরা হওয়া মিরাজ, দ্বিতীয় টেস্টে ম্যান অব ম্যাচ হওয়া লিটন দাস, প্রথম টেস্টে ৯৩ রানের ইনিংস খেলা ওপেনার সাদমান ইসলাম এবং ‍স্পিনার তাইজুল ইসলাম।



promotional_ad

টেস্ট ক্রিকেটে ২৪ বছরের পথচলায় ১৪৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র ২১টিতে। এই ২১ জয়ের মধ্যে জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং ২০০৯ সালের তৃতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিলো ১২টি জয়। বাকি ৯টি জয়কেই বড় করে দেখা হয়।


আরো পড়ুন

‘ভারতের ‘বি’ দলকে হারাতেও পাকিস্তানের ঘাম ঝরবে’

১ ঘন্টা আগে
পাকিস্তান দল ও সুনীল গাভাস্কার, আইসিসি

এবার মাত্র তৃতীয়বারের মতো দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এর আগে দুই সিরিজ জয় ছিলো জিম্বাবুয়ে ও ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজে। তাই এটাকে দেশের বাইরে সেরা টেস্ট সিরিজ জয় বলতেই হবে। অবশ্য শান্ত মনে করছেন সব সংস্করণের সাফল্য মিলিয়েই এটা সেরা অর্জন।


তিনি বলেন, 'আমার কাছে তো মনে হয়, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা অর্জনগুলির একটি…। বেস্ট… বেস্ট… আমার মনে হয়, সবচেয়ে বড় অর্জন এটা বাংলাদেশ ক্রিকেটের। এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা নয়, দলের সবাই এটা বিশ্বাস করে। খুবই ভালো লাগছে।'


এদিকে এই সিরিজ সামনে রেখে বেশ লম্বা প্রস্তুতি নেয় বাংলাদেশের লাল বলের ক্রিকেটাররা। সিলেট এবং চট্টগ্রামে বিশেষ ক্যাম্প করেছে তারা। দেশের রাজনৈতিক অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় আগেভাগে পাকিস্তান চলে যায় দলটি।



শান্ত আরও বলেন, 'এই সিরিজটি খুবই ভালো গিয়েছে। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, সফরে যাওয়ার আগে এবং ওখানে যাওয়ার পর… দলের প্রত্যেকের মানসিকতা, স্কিল নিয়ে চিন্তাভাবনা, সব মিলিয়ে খুব ভালো প্রস্তুতি ছিল এবং প্রত্যেকের ইচ্ছা ছিল যেন আমরা খেলায় জিততে পারি। আমরা পাকিস্তানে তিন দিন আগে গিয়েছিলাম, এটা আমাদেরকে বাড়তি সুবিধা দিয়েছে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball