এই ম্যাচের আগে বাংলাদেশকে সমীহের চোখেই দেখছে পাকিস্তান। দলটির হয়ে এদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। তিনি জানিয়েছেন তাদের ভাবনা জুড়ে এখন শুধুই বাংলাদেশ ম্যাচ। বাংলাদেশকে কীভাবে হারানো সম্ভব সেই পথই খুঁজছেন তারা।
এদিন বিব্রতকর এক মুহূর্ত উপহার দিয়েছেন আফ্রিদি। তাকে একজন সাংবাদিক বাংলাদেশের ছদ্মনাম হিসেবে ‘টাইগার’ শব্দটা ব্যবহার করেন। আফ্রিদি তাতে বেশ অবাক হন। জবাবে পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘টাইগার কৌন? বাংলাদেশ। ওহ আচ্ছা দুঃখিত।’ এরপর তিনি আরও যোগ করেন, 'আমাদের পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। এখন আমাদের পুরো মনোযোগ বাংলাদেশ ম্যাচেই। কীভাবে আমরা তাদের হারাবো।'
এশিয়া কাপের আগে টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে একটি সিরিজ জিতেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষেই। আফ্রিদি সেটাই যেন মনে করিয়ে দিয়েছেন। আফ্রিদি তিন বিভাগেই নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে আফ্রিদি যোগ করেন, 'বাংলাদেশ একটি ভালো দল। সম্প্রতি খুব ভালো খেলেছে। ভালো দলের সাথে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে। সুযোগ দেয়া যাবে না। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ফিল্ডিং, ব্যাটিং, বোলিং- ৩ বিভাগেই ভালো খেলতে হবে।
গত শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ দল শ্রীলঙ্কার ১৬৮ রান তাড়া করেছে ১ বল বাকি থাকতে। শক্তিমত্তায় ভারত বাংলাদেশের চেয়ে অনেকে এগিয়ে থাকলেও অনেক ক্রিকেট বিশ্লেষকই মনে করেন বাংলাদেশের দ্বারা পাকিস্তানকে হারানো সম্ভব।