প্রয়োজনে অধিনায়কত্ব করতে হবে, আগে থেকেই জানতেন জাকের

বাংলাদেশ
প্রয়োজনে অধিনায়কত্ব করতে হবে, আগে থেকেই জানতেন জাকের
টসের মুহূর্তে জাকের আলী ও সূর্যকুমার যাদব
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গত সোমবার অনুশীলনে নেমে হুট করেই সাইড স্ট্রেইনের চোটে পড়েন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। এরপরের দিন বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিল না। ফলে লিটনকে নিয়ে ছিল ধোঁয়াশা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে গুঞ্জন ভেসে আসে লিটনের খেলা-না খেলা নিয়ে।

টিম ম্যানেজমেন্টের সূত্রে জানা যায় লিটন ভারতের বিপক্ষে না খেললে অধিনায়কত্ব করবেন জাকের আলী। হয়েছেও তাই ভারতের বিপক্ষে খেলেননি লিটন। তার পরিবর্তে টস করতে নামেন জাকেরই। এরপর তাকেই উইকেটকিপিং করতে দেখা গেছে। তবে অধিনায়কত্বের শুরুটা হার দিয়েই হলো জাকেরের। বাংলাদেশ এই ম্যাচে হারে ৪১ রানের ব্যবধানে।

ভারতের বিপক্ষে অনেকে টসে জাকেরকে দেখে অবাকই হয়েছেন। তবে এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন আগে থেকেই তাকে তৈরি থাকতে বলা হয়েছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। দেশে থাকতেই তাকে জানানো হয়েছিল দলের প্রয়োজনে অধিনায়কত্ব করতে হতে পারে তাকে।

সংবাদ সম্মেলনে এই বিষয়ে খোলাসা করে জাকের বলেন, 'আমাকে দেশে থেকেই এরকম বলা ছিল যে যদি দরকার পড়ে, তুমি দায়িত্বে (অধিনায়কের) থাকবে। এটা আমাকে অনেক আগে থেকেই বলা ছিল। হয়তো এটা মিডিয়াতে জানানো হয় নাই। কিন্তু এটা আমি জানতাম আগে থেকে।'

সোমবার অনুশীলনে এসে নিজের সহজাত ব্যাটিংই করছিলেন লিটন। দুর্দান্ত সব শটে নিজেকে প্রস্তুত করছিলেন ভারত ম্যাচের জন্য। ব্যাটিং করার সময় হঠাৎ করেই সাইড স্ট্রেইনের চোট পান লিটন। ব্যাটিং থামিয়ে সামলে ওঠার চেষ্টা করলেও সেটা পারেননি।পরবর্তীতে ফিজিও বায়েজিদুল ইসলাম এসে তাকে ব্যাটিং নেটের বাইরে নিয়ে যান তাকে এবং প্রাথমিক চিকিৎসা দেন।

যদিও আর ব্যাটিংয়ে ফেরেননি ডানহাতি এই ব্যাটার। সতর্কতার স্বার্থে বাইরে বসে সতীর্থদের অনুশীলন দেখেন লিটন। লিটনের চোট কতটা গুরুতর তখনও নিশ্চিত হওয়া যায়নি। এবার শঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে লিটনের খেলা নিয়ে। জাকের জানিয়েছেন ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করা হবে লিটনের জন্য।

লিটনের চোটের অবস্থা জানিয়ে জাকের বলেছেন, 'উনি রিকভারিতে আছেন। তো অবশ্যই আমরা কালকের ম্যাচ পর্যন্ত আমরা উনার জন্য অপেক্ষা করব। আর যেটা বললেন যে, যেহেতু একটু ইনজুরি আছে, তো অবশ্যই উনি শেষ পর্যন্ত চেষ্টা করবেন।'

আরো পড়ুন: জাকের আলী