promotional_ad

পেসারদের সাফল্যে গিবসন-ডোনাল্ডেরও অবদান দেখছেন তামিম

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলোর বিপক্ষেও টেস্ট জিতেছে বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে সেই জয় অধরাই ছিল। এবার পাকিস্তান সফরে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্তকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন পরিসংখ্যান বদলাতে চান তারা।


পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সেই কথা বেশ ভালোভাবেই রেখেছে শান্তর দল। পাকিস্তানের বিপক্ষে এমন কীর্তি গড়ে পুরো বিশ্ব থেকেই প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ দল। ক্রিকেটারদের এই অর্জনের পর প্রশংসা করেছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালও।



promotional_ad

ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে এই জয়কে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা অর্জন বলে মন্তব্য করেছেন তামিম। বাংলাদেশের পেসারদের এই উন্নতির পেছনে সাবেক দুই পেস বোলিং কোচ ওটিস গিবসন ও অ্যালান ডোনাল্ডেরও কৃতিত্ব আছে বলে মনে করেন তামিম।


এ প্রসঙ্গে তামিম বলেছেন,  ‘রাওয়ালপিন্ডির উইকেট আসলে ব্যাটিং সহায়ক। এখানে প্রচুর রান হয়েছে বিগত সময়গুলোতে। কিন্তু সেখানে পাকিস্তানি ফাস্ট বোলাররা যা করতে পারেনি, তা বাংলাদেশের বোলাররা করে দেখিয়েছে। এটা নিয়ে পেসাররা গর্ব করতেই পারে। এর জন্য সাবেক কোচরা বিশেষভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আলাদা করে বলতে গেলে অ্যালান ডোনাল্ড এবং ওটিস গিবসের পরিশ্রমের ফলেই দেশের পেস বোলিং ইউনিট এতোদূর এসেছে।’


বিদেশের মাটিতে খেলতে গেলেই বাংলাদেশকে কাবু করতে প্রতিপক্ষ দলগুলো আগে পেস বোলিং উইকেট বানাত। যার ফলে চ্যালেঞ্জের মুখে পড়তে হত বাংলাদেশের ব্যাটারদের। সেই সংস্কৃতি এবার পরিবর্তন হবে বলে বিশ্বাস তামিমের। কারণ বাংলাদেশের পেস বোলিং ইউনিট এখন অনেক উন্নত। 



তামিমের ভাষ্য, ‘অতীতে আমরা অনেক বেশি স্পিন বোলার নির্ভর দল ছিলাম, আমাদের পেস ইউনিট এতো ভালো ছিলোনা। ফলে বিদেশের মাটিতে সিরিজ খেলতে গেলে তারা গ্রীন উইকেট বানাতো, যা পেস সহায়ক। ফলে আমরা ব্যাটাররা খুব চাপে পরতাম। কিন্তু এখন বাংলাদেশের পেস ইউনিটের যে লাইন-আপ, আমার মনে হয় তারা এবার থেকে আমাদের বিপক্ষে উইকেট বানানোর আগে দুইবার চিন্তা করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball