বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ • বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম

BAN
151/10 (20 ov)
WI
113/3 (12.4 ov)
Target- 152

৫ উইকেটে জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

রিশাদ হোসেনের তৃতীয় ওভারের প্রথম বলেই ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারলেন আকিম ওগিস। যদিও পরের বলেই ফিরতে পারতেন বাঁহাতি এই স্পিনার। তবে এক্সট্রা কভারে দাঁড়িয়ে ক্যাচ নিতে পারেননি তানজিম হাসান সাকিব। সেই ক্যাচ মিসের খেসারত ভালোভাবেই দিতে হয়েছে বাংলাদেশকে। জীবন পেয়ে তৃতীয় ও চতুর্থ বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন ওগিস। চার বলের ব্যবধানে তিন ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজের কাজটা সহজ করে দিয়েছেন তিনি। পরের ওভারে নাসুমের বলেও মেরেছেন ছক্কা।


সবমিলিয়ে ৫ ছক্কায় ওগিস খেলেছেন ৫০ রানের ইনিংস। ওগিসের এমন ব্যাটিংয়ের দিনে হাফ সেঞ্চুরি পেয়েছেন রস্টন চেজও। খেলেছেন ২৯ বলে ৫০ রানের ইনিংস। আমির জাঙ্গু, ওগিস ও চেজের ব্যাটে শেষ ম্যাচেও সহজ জয় পেয়েছে ক্যারিবীয়রা।। তানজিদ হাসান তামিমের ৮৯ রানের ইনিংসে ১৫১ রানের পুঁজি পেলেও বাংলাদেশকে জেতাতে পারেননি বোলাররা। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করল সফরকারীরা।

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সোহান

পানি বিরতির এক বল পরই হঠাৎ করেই মাটিতে শুয়ে পড়তে দেখা যায় ‍নুরুল হাসান সোহানকে। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে গোঁড়ালিতে চোট পেয়েছেন তিনি। মাটিতে শুয়েই ব্যথায় কাতরাচ্ছিলেন সোহান। তাৎক্ষণিকভাবে ফিজিও বায়োজিদুল ইসলাম এসে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করেন। তাতেও সুবিধা না হলে পরবর্তীতে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় সোহানকে।

বোলিংয়ে এসেই রিশাদের উইকেট

দু’বার ক্যাচ দিয়েও জীবন পেয়েছিলেন আমির জাঙ্গু। জীবন পেয়ে সেটা ভালোভাবেই কাজে লাগাচ্ছিলেন তিনি। তবে ইনিংসের অষ্টম ওভারে তাকে ফেরান রিশাদ। বোলিংয়ে এসেই বাঁহাতি ব্যাটারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। ২৩ বলে ৩৪ রান করেছেন জাঙ্গু।

নাসুমের শিকার কিং

প্রথম তিন ওভারে ভালো করতে না পারলেও পরবর্তীতে সেটা পুষিয়ে দিয়েছেন আমির জাঙ্গু। আগের ওভারে তাসকিনের বিপক্ষে ১৮ রান এনেছে তারা। পাওয়ার প্লের শেষ ওভারের শুরুটাও ভালো হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। নাসুমের দ্বিতীয় বলেই চার মেরেছিলেন ব্রেন্ডন কিং। যদিও চতুর্থ বলে তাকে ফিরিয়েছেন বাঁহাতি এই স্পিনার। নাসুমের বলে পুল করার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ৭ বলে ৮ রান করা কিং।

বাংলাদেশকে উইকেট এনে দিলেন মেহেদী

শেখ মেহেদী ও শরিফুল ইসলামের বোলিংয়ে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট পেতে পারতো স্বাগতিকরা। শরিফুলের অফ স্টাম্পের বাইরের বল আমির জাঙ্গুর ব্যাট ছুঁয়ে যায় স্লিপে। প্রথম ক্যাচটা নেয়ার চেষ্টা করতে চেয়েছিলেন লিটন দাস। তবে পরোক্ষণেই হাত সরিয়ে নেয়ায় অপ্রস্তুতভাবে ক্যাচ লুফে নিতে পারেননি স্লিপে থাকা সাইফ হাসান। তবে পরের ওভারেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ।


তৃতীয় ওভারের পঞ্চম বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন অ্যালিক আথানাজ। তবে মেহেদীর বলটা মিস করে স্টাম্পিং হয়েছেন ছন্দে থাকা এই ব্যাটার। ৮ বলে ১ রান করা আথানাজকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন মেহেদী। পরের ওভারেও উইকেট পেতে পারতো বাংলাদেশ। তবে শরিফুলের বলে আমির জাঙ্গুর ক্যাচ নিতে পারেননি মিড অফে থাকা তাওহীদ হৃদয়।

শেফার্ডের হ্যাটট্রিক, তানজিদের ৮৯ রানের ইনিংসে বাংলাদেশের ১৫১

নাসুম আহমেদ বড় শটের নেশায় আকিল হোসেনকে লং অন দিয়ে উড়িয়ে মেরেছিলেন। তবে সীমানা পাড় করতে পারেননি। তিনি ক্যাচ দেন রভম্যান পাওয়েলকে। নাসুমের ব্যাট থেকে আসে ৩ বলে ১ রান। ১৯তম ওভারে জেসন হোল্ডারের বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন জাকের আলী। এরপর রিভিউ নিয়েও রক্ষা হয়নি বাংলাদেশ দলের। ১০৭ রান থেকে ১৪২ রান পর্যন্ত বাংলাদেশ ৭ উইকেট হারায়। মানে ৩৫ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ দল।


সাইফ হাসান ছাড়া এর মধ্যে কেউই দুই অঙ্ক পেরুতে পারেননি। ৬১ বলে ৮৯ রান করে শেষদিকে আউট হয়েছেন তানজিদ হাসান। রোমারিও শেফার্ডের করা শেষ ওভারের প্রথম বলে জেসন হোল্ডারকে ক্যাচ দিয়ে আউট হন তিনি। পরের বলে শরিফুল ইসলামকেও বোল্ড করেন এই ক্যারিবিয়ান পেসার। আর তাতেই হ্যাটট্রিক পূরণ হয় তার। এর আগে সোহানকে বিদায় করেছিলেন শেফার্ড। তাসকিন এরপর বাংলাদেশের সংগ্রহ দেড়শ পাড় করেন। ইনিংসের শেষ বলে তাসকিন রান আউট হলে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৫১ রানে।

রিশাদ-সোহানের বিদায়, বিপদে বাংলাদেশ

এদিন পাঁচ নম্বরে প্রমোশন দেয়া হয় রিশাদ হোসেনকে। খারি পিয়েরের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন রিশাদ। তিনি ৩ বলে ৩ রান করেই আউট হয়েছেন। এরপর উইকেটে আসেন নুরুল হাসান সোহান। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৪ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন তানজিদ। এদিন সেই রান ছাড়িয়ে যান বাংলাদেশের এই ওপেনার। তানজিদকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সোহানও। তিনি আউট হয়েছেন ১ রান করেই।

সাইফের বিদায়ে ভাঙল জুটি

১২তম ওভারের দ্বিতীয় বলে লং অনে তানজিদ হাসান তামিমের ক্যাচ মিস করেছেন রভম্যান পাওয়েল। তখন ৫৭ রানে ব্যাট করছিলেন তানজিদ। এরপর সাইফ হাসানকে নিয়ে ১৪.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ একশতে পৌছান তানজিদ। সাইফ অবশ্য এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। তাকে ফিরিয়েছেন জেসন হোল্ডার। এদিন চার নম্বরে নেমে ২২ বলে ২৩ রান করেছেন সাইফ। এর মধ্যে দিয়ে তানজিদের সঙ্গে তার ৬৩ রানের জুটি ভাঙে।

দুইবার জীবন পেয়ে তানজিদের হাফ সেঞ্চুরি

ইনিংসের শুরুতে তানজিদ হাসান তামিম দুইবার জীবন পেয়েছেন জেসন হোল্ডারের হাতে। এরপর একবার এলবিডব্লিউ থেকে বেঁচেছেন রিভিউ নিয়ে, এরপর ৩৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের এই ওপেনার। রোমারিও শেফার্ডের করা এগারোতম ওভারে দুটি চারও মারেন তিনি।

আবারও ব্যর্থ লিটন

প্রথম টি-টোয়েন্টিতে ৫ রান করা লিটন দাস দ্বিতীয় ম্যাচে করেছিলেন ২৩ রান। চোট থেকে ফেরার পর ব্যাটিংয়ে এখনো পুরোপুরি ছন্দ খুঁজে পাননি বাংলাদেশের অধিনায়ক। তৃতীয় ম্যাচেও জ্বলে উঠতে পারেননি তিনি। খ্যারি পিয়েরের অফ স্টাম্পের বাইরের বলে টেনে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে ঠিকঠাক টাইমিং না হওয়ায় ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা গুড়াকেশ মোতির হাতে ক্যাচ দিয়েছেন ৯ বলে ৬ রান করা লিটন।

পাওয়ার প্লেতে বাংলাদেশের ৪০

পাওয়ার প্লেতে বাংলাদেশ আর কোনো উইকেট হারায়নি। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪০ রান। লিটন দাস ৬ বলে ৫ ও তানজিদ হাসান ২০ বলে ২৬ রান করে অপরাজিত আছেন।

শুরুতেই ফিরলেন ইমন

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান ইমন। ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউয়ের আবেদন করে ওয়েস্ট ইন্ডিজ। আম্পায়ার নাকচ করে দিলে রিভিউ নেয় তারা। দেখা যায় বল পিচ করেছে লেগ স্টাম্পের বাইরে। ফলে রিভিউ নষ্ট হয় তাদের। দ্বিতীয় বলে ফলো থ্রুতে জেসন হোল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে ক্যাচ নিতে পারেননি বোলার। পরের বলেই বাউন্ডারিতে রানের খাতা খোলেন তিনি। খানিক বাদেই তানজিদের আরেকটি ক্যাচ ছেড়েন হোল্ডার। তবে ৯ রান করে ইমন ফিরলে বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙ্গে ২২ রানে। তাকে আউট করেন রস্টন চেজ। ব্যাকওয়ার্ড পয়েন্টে বাংলাদেশের এই ওপেনার ক্যাচ দিয়েছেন গুড়াকেশ মোতিকে।

বাংলাদেশের একাদশে ৪ পরিবর্তন

বাংলাদেশ এই ম্যাচে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশ থেকে বাদ পড়েছেন তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শামীম হোসেন পাটোয়ারি। একাদশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও নুরুল হাসান সোহান।


ওয়েস্ট ইন্ডিজও ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে এই ম্যাচে। নিয়মিত অধিনায়ক শাই হোপ এই ম্যাচে খেলছেন না। সেই সঙ্গে শেরফানে রাদারফোর্ড ও জেইডেন সিলসকে বাইরে রেখে নিজেদের একাদশ সাজিয়েছে ক্যারিবিয়ানরা।


বাংলাদেশ একাদশ-


সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান

শেষ টি-টোয়েন্টিতে টসে জিতলেন লিটন

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে কিছুক্ষণ পরই শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে শাই হোপের দল। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।


হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবিয়ানরা। তারা টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে। এবার বাংলাদেশকে হোয়াইটওয়াশের চোখ রাঙানি দিচ্ছে সফরকারীরা। বাংলাদেশ শেষ ম্যাচ জিতে সিরিজ শেষ করতে চাইবে।