ভারতকে জেতালেন সুন্দর-জিতেশ

আন্তর্জাতিক
ভারতকে জেতালেন সুন্দর-জিতেশ
ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মা, ক্রিকেট অস্ট্রলিয়া
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আগের দুই টি-টোয়েন্টির মধ্যে একটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির অন্য ম্যাচে অস্ট্রেলিয়া তুলে নিয়েছিল জয়। সিরিজে ফিরতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না ভারতের সামনে। এমন ম্যাচেই অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। এর ফলে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

এই ম্যাচে ভারত ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামে। আর্শদীপ সিং, ওয়াশিটন সুন্দর ও জিতেশ শর্মাকে নিয়ে একাদশ সাজায় ভারত। এই তিনজনই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৮৬ রান তুলে নেয়। সেই লক্ষ্য ১৮.৩ ওভারেই পেরিয়ে যায় ভারত।

বড় লক্ষ্যে খেলতে নেমে আগ্রাসী ব্যাটিং করেন অভিষেক শর্মা। তবে ২৫ রানের বেশি করতে পারেননি তিনি। আরেক ওপেনার শুভমান গুলও দ্রুত ফেরেন। তিনি ১৫ রান করে আউট হন। দুজনকেই বিদায় করেন অজি পেসার নাথান এলিস। বড় রানের দেখা পাননি সূর্যকুমার যাদব।

২৪ রান করেই ফিরতে হয় তাকে। ত্রিশের কোটা পার হতে পারেননি তিলক ভার্মাও। তার ব্যাট থেকে আসে ২৯ রান। পাঁচ নম্বরে অক্ষর প্যাটেল ফিরেছেন ১৭ রান করে। যদিও তিলকের সঙ্গে তার জুটি ৩৪ রানের জুটি ভারতের ইনিংস গড়তে বড় ভূমিকা রেখেছে।

ষষ্ঠ উইকেটে ওয়াশিংটন সুন্দর ও জিতেশের ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি ভারতকে স্বস্তির জয় এনে দিয়েছে। সুন্দর ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন। তিনি ২৩ বলে ৪৯ রানের ক্যামিও খেলেছেন। আর ১৩ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন জিতেশ। অস্ট্রেলিয়ার হয়ে একাই ৩ উইকেট নেন এলিস। আর একটি করে উইকেট পান জাভিয়ের বার্টলেট ও মার্কাস স্টইনিস।

এর আগে ট্রাভিস হেডের বিধ্বংসী ৩৮ বলে ৭৪ রানের ইনিংসের সঙ্গে স্টইনিসের ৩৯ বলে ৬৪ ও শেষের দিকে ম্যাথু শর্টের ১৫ বলে ২৬ রানের ইনিংসে লড়াইয়ের বড় পুঁজি পায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে আর্শদীপ একাই নেন ৩টি উইকেট। দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তী। বাকি এক উইকেট শিভম দুবের।

আরো পড়ুন: ভারত