আবারও ভারতের বাইরে হতে পারে আইপিএল নিলাম

ফ্র্যাঞ্চাইজি লিগ
আবারও ভারতের বাইরে হতে পারে আইপিএল নিলাম
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পর সৌদি আরবের জেদ্দা— টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের নিলাম হয়েছে ভারতের বাইরে। তবে আইপিএলের আগামী আসরের নিলাম হওয়ার কথা ছিল ভারতে। যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন আনতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ আইপিএলের নিলামও হতে পারে ভারতের বাইরে। টানা তৃতীয়বারের মতো ভারতের বাইরে নিলাম আয়োজনের কথা চিন্তা করছেন আয়োজকরা। যদিও এখনো পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তারা। ধারণা করা হচ্ছে, কোন শহরে নিলাম হবে সেটার একটা আভাস পেয়েছেন তারা। মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে হতে পারে নিলামটি।

সেই তালিকায় সবচেয়ে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। তবে ওমান কিংবা কাতারে হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও দেশেই নিলাম আয়োজনে বদ্ধপরিকর ছিল আয়োজকরা। তবে আদর্শ ভেন্যু খুঁজে পাওয়ার চ্যালেঞ্জে পড়তে হতে পারে তাদের। এমন কী দেশের উৎসব কিংবা বিয়ের অনুষ্ঠানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে সূচি।

আগেই জানা গেছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে আগামী আসরের নিলাম। সেটার আগে ১৫ নভেম্বর ধরে রাখা ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দেবে ফ্র্যাঞ্চাইজিরা। এখনো তাদের হাতে দুই সপ্তাহ সময় আছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাঞ্জু স্যামসনকে নিয়ে। ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা না হওয়ায় রাজস্থান রয়্যাল ছাড়তে পারেন তিনি।

সাঞ্জুকে পেতে ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। মঙ্গলবার (৪ নভেম্বর) মুম্বাইয়ে ফিরে রিটেইন ক্রিকেটারদের নিয়ে আলোচনা করবেন রাজস্থানের কর্ণধার মানোজ বাদালে। গুঞ্জন ছিল মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছেড়ে দেবে তারা। তবে কুমার সাঙ্গাকারা প্রধান কোচ হওয়ায় তাদের কোনো একজনকে রেখে দিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।

মোহাম্মদ শামি নিয়েও আলোচনা হচ্ছে। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি থেকে ট্রেডের অফার করেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে ডানহাতি পেসারকে নিলামের জন্য ছেড়ে দেবে তারা। সেই সাথে চেন্নাই সুপার কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স তাদের বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দেয়ার কথা ভাবছে। কলকাতার ছেড়ে দেয়ার তালিকায় থাকতে পারেন ভেঙ্কেটেশ আইয়ার।

আরো পড়ুন: আইপিএল