এর আগেই জানা গেছে ১১টি প্রতিষ্ঠান বিপিএলে দল পেতে আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে এই আলোচনায় ৯টি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। এর মধ্যে ছিল না এস কিউ স্পোর্টস বা চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি ও নতুন আবেদন করা দেশ ট্রাভেলস। আলোচনায় ডাক না পেয়ে উল্টো বিসিবির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছিল চিটাগং কিংস কতৃপক্ষ।
এবার চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস কিউ স্পোর্টসকে বিপিএলে রাখতে হাইকোর্টের দেওয়া পূর্ববর্তী একটি আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রোববার শুনানি শেষে এই স্থগিতাদেশ দেন চেম্বার জজ আদালত। এর ফলে বিপিএলে চিটাগং কিংসকে অন্তর্ভুক্ত করতে আর কোনো বাধ্যবাধকতা নেই।
এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন রহমানও। বিপিএলে দল পেতে এখন সব নিয়ম নীতি মেনেই আবেদন করতে হবে চিটাগং কিংসকে। এর আগে চিটাগং কিংসকে সভায় না ডাকার ব্যাখ্যা দিয়েছিল বিসিবি। তারা জানিয়েছিল নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ দুই কোটি টাকার পে-অর্ডার জমা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।
যদিও চিটাগং কিংস সেই তথ্য উড়িয়ে দিয়েছিল। জানিয়েছিল বিসিবির সঙ্গে চলমান একটি বিরোধ নিষ্পত্তির পরই তারা নতুন ফ্যাঞ্চাইজির জন্য ফি জমা দেবে। বিসিবি এর আগে চিটাগং কিংসের বকেয়া ক্রিকেটারদের পাওনা পরিশোষ করেছে। বিভিন্ন সময় সুদসহ এই অর্থ ৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে বলে উল্লেখ্য করেছে বিসিবি।