এশিয়া কাপ • দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

Asia Cup 2025
PAK
135/8 (20 ov)
BAN
124/9 (20 ov)
Target— 136

বাংলাদেশকে বিদায় করে ফাইনালে পাকিস্তান

‘বাংলাদেশের ব্যাটাররা সবাই এখানে হিরো হওয়ার চেষ্টা করেছে।’ লক্ষ্যটা মাত্র ১৩৪ রানের। এমন রান তাড়া করতে নেমে উইকেটে এসেই আক্রমণাত্বক ব্যাটিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে চাইলেন বাংলাদেশের ব্যাটাররা। ঝুঁকিপূর্ণ শটে একটা ছক্কা মারছেন আর উইকেট বিলিয়ে দিয়ে যাচ্ছেন। তাদের এমন ব্যাটিং দেখেই ধারাভাষ্যকক্ষে বসে এমন মন্তব্য করেছিলেন সুনীল গাভাস্কার। টপ অর্ডার থেকে মিডল অর্ডার সবাই হেঁটেছেন একই পথে। ব্যাটারদের ব্যর্থতার দিনে ২৫ বলে ৩০ রান করলেন শামীম হোসেন পাটোয়ারি। বাঁহাতি ব্যাটারের ওমন ইনিংস কেবল বাংলাদেশের হারের ব্যবধান কমিয়েছে। পাকিস্তানের কাছে ১১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছেন জাকের আলী অনিকরা। টাইগারদের হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে খেলবে পাকিস্তান ও ভারত।

বাংলাদেশকে আরও বিপদে ফেলে গেলেন জাকের

দ্রুত রান তোলার প্রয়োজন ছিল বাংলাদেশের। তবে রান তোলার জন্য ঝুঁকি নিতে গিয়ে বড় শট খেললেন জাকের আলী। অফ স্পিনার সাইমের নাগালের বাইরের বলে লং অফ দিয়ে ছক্কা মারতে গিয়ে নাওয়াজকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ফেরার আগে ৯ বলে ৫ রান করেছেন জাকের।

ফিরলেন সোহান, বিপদে বাংলাদেশ

লিটন দাসের চোটে একাদশে সুযোগ পেয়েছিলেন নুরুল হাসান সোহান। তবে সুুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। ব্যাটারদের ব্যর্থতার দিনে বাংলাদেশকে এগিয়ে নিতে পারেননি ডানহাতি এই ব্যাটার। শামীমের সঙ্গে জুটি গড়ার পরিবর্তে সাইম আইয়ুবকে উড়িয়ে মারতে গিয়ে ২১ বলে ১৬ রান করে ফিরেছেন সোহান।

পঞ্চাশের আগে ৪ উইকেট নেই বাংলাদেশের

ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছিলেন শেখ মেহেদী। তবে সুযোগটা কাজে লাগাতে পারলেন না তিনি। মোহাম্মদ নাওয়াজের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলার চেষ্টায় হুসাইন তালাতের হাতে ক্যাচ দিয়েছেন মেহেদী। ১০ বলে ১১ রান করেছেন তিনি।

সাইফকে হারাল বাংলাদেশ

পাওয়ার প্লের শেষ ওভারে আউট হয়েছেন সাইফও। হারিসকে ফ্লিক করতে গিয়ে লিডিং এজ হয়ে পয়েন্টে ক্যাচ দিয়েছেন ২ ছক্কায় ১৫ বলে ১৮ রান করে।

ছক্কা মারতে গিয়ে আউট হৃদয়

শাহীন আফ্রিদির অফ স্টাম্পের বাইরের বলে পয়েন্টে ঠেলে দিয়ে রান নিতে চেয়েছিলেন তাওহীদ হৃদয়। বল ফিল্ডারের হাতে যাওয়ায় স্ট্রাইক প্রান্তে ফেরেন তিনি। অন্যপ্রান্তে থাকা সাইফ অবশ্য একটা দৌড়ে এসেছিলেন। হৃদয় দৌড় না দেয়ায় নন স্ট্রাইক রান আউট হতে পারতেন সাইফ। তবে পাকিস্তানি ফিল্ডারদের হাস্যকর ফিল্ডিংয়ে জীবন পেয়েছেন তিনি। যদিও পরের বলেই আউট হয়েছেন হৃদয়। শাহীন আফ্রিদিকে ছক্কা মারার চেষ্টায় টপ এজ হয়ে সাইম আইয়ুবকে ক্যাচ দিয়েছেন ১০ বলে ৫ রান করে।

ইমনের ডাক

জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়েছে টাইগাররা। শাহীন শাহ আফ্রিদির শর্ট অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মোহাম্মদ নাওয়াজকে ক্যাচ দিয়েছেন পারভেজ হোসেন ইমন। বাঁহাতি ওপেনার ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।

পাকিস্তানকে ১৩৫ রানে আটকে দিল বাংলাদেশ

১৯তম ওভারে তাসকিন এসে প্রথম বলেই মোহাম্মদ নাওয়াজের হাতে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা হজম করেন। পরের বলেই এক্সট্রা কাভার থেকে দৌড়ে এসে কাভারে পারভেজ হোসেন ইমন ক্যাচ নিয়ে ফেরেন ১৫ বলে ২৫ রান করা নাওয়াজকে। শেষ পর্যন্ত পাকিস্তান ৮ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে।

মেহেদীর উইকেট, ফেরালেন হারিসকে

শুরুর ধাক্কা সামলে মোহাম্মদ হারিসের ব্যাটে ভর করে ১৬.৫ ওভারে দলীয় একশ রানে পৌঁছে যায় পাকিস্তান। শেখ মেহেদী আউট করেছেন ২৩ বলে ৩১ রান করা হারিসকে। পাকিস্তানি এই ব্যাটার সোজা ব্যাটে খেলতে গিয়ে বোলারকেই ক্যাচ দিয়েছেন। এর মধ্যে দিয়ে মোহাম্মদ নাওয়াজের সঙ্গে তার ৩৮ রানের জুটি ভাঙে।

৩ বার জীবন পাওয়া আফ্রিদিকে আউট করলেন তাসকিন

আগের বলেই নুরুল হাসান সোহানকে ক্যাচ নিয়েছিলেন শাহীন আফ্রিদি। ডাইভ দিয়েও সেই ক্যাচ নিতে পারেননি সোহান। পরের বলেই আফ্রিদিকে এলবিডব্লিউ করে আউট করতে পারতেন মেহেদী। তবে আম্পায়ার আউট দেননি। এরপর বাংলাদেশ রিভিউ নেয়। আম্পায়ার্স কলে বেঁচে যান আফ্রিদি। তৃতীয় বলে শাহীন হয়েছিলেন টপ এজ। তবে লং অনে ক্যাচ নিতে পারেননি মেহেদী। শেষ পর্যন্ত তাকে আউট করেছেন তাসকিন। এই পেসারের বলে টপ এজ হয়ে জাকের আলীকে ক্যাচ দিয়েছেন ১৩ বলে ১৯ রান করা আফ্রিদি।

পঞ্চাশের আগেই ৫ উইকেট নেই পাকিস্তানের

পঞ্চাশের আগেই ৫ উইকেট নেই পাকিস্তানের। সালমান আলী আঘাকে কট বিহাইন্ড করে আউট করেছেন মুস্তাফিজুর রহমান। শুরুতে অবশ্য আউট দেননি আম্পায়ার। বাংলাদেশ রিভিউ নিলে দেখা যায় ব্যাটের কানায় লেগে বল জমা পড়েছে জাকের আলীর হাতে।

রিশাদের আরেকটি উইকেট, ৩৩ রানে ৪ উইকেট নেই পাকিস্তানের

রিশাদ হোসেন পরের ওভারে এসে আউট করেছেন হুসাইন তালাতকে। ব্যাকওয়ার্ড পয়েন্টে দারুণ ক্যাচ নিয়েছেন সাইফ হাসান। তালাত চেয়েছিলেন কাট করতে। তবে ঠিকঠাক শট খেলতে পারেননি তিনি সোজা বল চলে যায় সাইফের হাতে। ডাইভ দিয়ে ক্যাচ নিতে ভোলেননি তিনি।

রিশাদ প্রথম ওভারেই ফেরালেন ফখরকে

রিশাদ হোসেন নিজের প্রথম ওভারেই আউট করেছেন ফখর জামানকে। ২০ বলে ১৩ রান করা এই ব্যাটার ক্যাচ দিয়েছেন লং অফে তানজিম সাকিবের হাতে। রিশাদের টসড আপ ডেলিভারিতে লং অফের ওপর দিয়ে খেলেছিলেন ফখর। তবে ব্যাটে বলে করতে পারেননি তিনি। ক্যাচ নিতে ভুল করেননি সাকিব।

সাইমকে শূন্য রানে ফেরালেন মেহেদী

শেখ মেহেদীকে আউট করেছেন সাইম আইয়ুবকে। এই ম্যাচেও শূন্য রানে আউট হয়েছেন সাইম। তিনি ক্যাচ দেন রিশাদকে। মেহেদীর অফ স্পিন বল এগিয়ে এসে মিড অনের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন। তবে ব্যাটে বলে হয়নি। সহজ ক্যাচ মিস করেননি সেখানে থাকা রিশাদ।

ফারহানকে ফিরিয়ে তাসকিনের একশ

প্রথম ওভারেই উইকেট নিলেন তাসকিন আহমেদ। ৪ রান করা শাহিবজাদা ফারহানকে আউট করেছেন তিনি। তাসকিনের ফুলার লেন্থের বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে উড়িয়ে মেরেছিলেন ফারহান। সেখানে সহজ ক্যাচ নিয়েছেন রিশাদ হোসেন। এর মধ্যে দিয়েই টি-টোয়েন্টিতে শততম উইকেটের মাইলফলকে পৌঁছেছেন তাসকিন। সাকিব আল হাসান ও মুস্তাফিজের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

বাংলাদেশের একাদশে ৩ পরিবর্তন

আগের ম্যাচেই ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান,নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী ও নুরুল হাসান সোহান।


বাংলাদেশ একাদশ-


সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।


পাকিস্তান একাদশ-


শাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

পাকিস্তানের বিপক্ষে টসে জিতলেন জাকের

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কেটেছে ভারত। অন্যদিকে অপেক্ষায় আছে পাকিস্তান ও বাংলাদেশ। এই দুই দলের লড়াইয়ে যে দল জিতবে তারাই ফাইনালে ভারতের সঙ্গী হবে। আর হারলেই বাদ। এমন সমীকরণের ম্যাচেই মাঠে নামছে দুই দল। গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত অধিনায়ক লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ।


পাকিস্তানের বিপক্ষেও তাই অধিনায়কত্ব করতে দেখা যাচ্ছে জাকের আলী অনিককে। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী।

পাকিস্তানের বিপক্ষেও নেই লিটন

ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী। দলটির বিপক্ষে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাস। পাকিস্তানের বিপক্ষেও মাঠে নামা হচ্ছে না তার। তবে এই ম্যাচে খেলার সম্ভাবনা আছে নুরুল হাসান সোহান।

বাংলাদেশ-পাকিস্তানের ফাইনালে যাওয়ার লড়াই

বাংলাদেশকে হারিয়ে সবার আগে এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। ২৮ সেপ্টেম্বরের ফাইনালে সূর্যুকমার যাদবদের প্রতিপক্ষ কে—বাংলাদেশ নাকি পাকিস্তান? একটি করে ম্যাচ জেতায় বাংলাদেশ ও পাকিস্তানের লড়াইটা এখন অলিখিত সেমিফাইনালে রূপ নিয়েছে। দুবাই ইন্টার‌ন্যাশনাল স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে উঠবে।