সোমবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেসন হোল্ডারকে বিকল্প হিসেবে ভেবেছিলেন তারা। তবে হোল্ডার ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি নিজেও হালকা চোটে ভুগছেন। এ কারণে টেস্ট খেলার ধকল নিতে চান না তিনি।
ফলে ওয়েস্ট ইন্ডিজ জোসেফের বদলি হিসেবে দলে নিয়েছে বাঁহাতি পেসার জেদিয়াহ ব্লেডসকে। ২৩ বছর বয়সী ব্লেডসও বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছেন এবং মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার পর টেস্ট দলে যোগ দেবেন। সাদা পোশাকের ক্রিকেটে একেবারেই নতুন ব্লেডস।
তার এখনও টেস্ট অভিষেক হয়নি। তবে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টিতে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। তার নামের পাশে ১৩টি প্রথম শ্রেনির ম্যাচের অভিজ্ঞতা রয়েছে। বল হাতে তিনি নিয়েছেন ৩৫ উইকেট, গড় ৩৫.৯১। জোসেফের না থাকা ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণকে মারাত্মকভাবে দুর্বল করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
গত সপ্তাহেই শামার জোসেফ চোটে পড়ে দল থেকে ছিটকে যান, তার বদলি হিসেবে ডাক পান অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার জোহান লেইন। এখন দলের বর্তমান ফাস্ট বোলারদের মধ্যে জেডেন সিলসই একমাত্র অভিজ্ঞ। দলটির স্পিন আক্রমণে আছেন জোমেল ওয়ারিক্যান, খারি পিয়েরে এবং অধিনায়ক রোস্টন চেজ। আগামী ১ অক্টোবর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আহমেদাবাদে।