বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম

বাংলাদেশ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম
আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ৬ অক্টোবর। এর আগে ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সেটাও অনেকটা নিশ্চিত হয়ে গেছে। পরিচালনা পর্ষদের নির্বাচনে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। ৩০ সেপ্টেম্বর আপিলের সুযোগ রয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবি নির্বাচনের কমিশনার। একই দিনে হবে শুনানি। বিসিবি নির্বাচনের জন্য তিন ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন কাউন্সিলর। সেখান থেকে সবমিলিয়ে মোট মনোনয়ন জমা পড়েছে ৫১টি।

সেখান থেকে তিনজন কাউন্সিলরের মনোনয়ন যাচাই বাছাইয়ের পর বাদ দেয়া হয়েছে। সবমিলিয়ে ৪৮ মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হওয়া ৩টি মনোনয়নের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হওয়া আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান। যে কারণে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতার জিততে যাচ্ছেন।

বাতিল হওয়া বাকি দুটির মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন। এর বাইরে আরও বেশ কয়েকটি বিভাগের পরিচালক পদে মনোনয়ন হচ্ছে না। বিশেষ করে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের পরিচালক পদে ভোটাভুটি হবে না। কারণ, এই তিন বিভাগে পরিচালক পদ চারটি। মনোনয়নপত্রও জমা পড়েছে চারটি।

মনোনয়নপত্র যাচাই–বাছাই ও প্রত্যাহারের পরই চূড়ান্তভাবে জানা যাবে, কারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তবে ইতোমধ্যেই খুলনা, সিলেট ও বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন পরিচালক হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে। খুলনা বিভাগ থেকে দুটি মনোনয়ন জমা পড়েছে। এখানে দুজন পরিচালক হওয়ার কথা থাকায় জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছাড়া আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান পরিচালক হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

সিলেট বিভাগ থেকে একটি মনোনয়ন জমা পড়ায় রাহাত শামস হচ্ছেন নতুন পরিচালক। একইভাবে বরিশাল বিভাগ থেকে একক প্রার্থী হিসেবে সাখাওয়াত হোসেন হচ্ছেন নতুন পরিচালক। ক্যাটাগরি ওয়ানে (জেলা ও বিভাগীয় কাউন্সিলর) ২৫ জন মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত জমা পড়েছে ১৮টি। এর মধ্যে ঢাকা থেকে ৩, চট্টগ্রাম ৪, খুলনা ২, রাজশাহী ৪, রংপুর ৩, বরিশাল ১ এবং সিলেট থেকে জমা পড়েছে ১টি মনোনয়নপত্র।

ক্যাটাগরি টু–এর ক্লাব ক্যাটাগরিতে ৩২টির মধ্যে ৩০টি মনোনয়ন জমা পড়েছে। যে দুটি জমা পড়েনি তার একটি ইশরাক হোসেনের। ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর হিসেবে মনোনয়ন তুললেও তিনি শেষ পর্যন্ত জমা দেননি। অন্যদিকে ক্যাটাগরি থ্রি থেকে মনোনয়ন তুলেছিলেন তিনজন, এবং সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর), সাবেক অধিনায়ক ক্যাটাগরির খালেদ মাসুদ পাইলট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর। তবে এই ক্যাটাগরিতে পরিচালক পদ রয়েছে মাত্র একটি।

আরো পড়ুন: আমিনুল ইসলাম বুলবুল