promotional_ad

টি টোয়েন্টিতে ফিরছেন মাশরাফি?

promotional_ad

গত বছর শ্রীলঙ্কা সফর চলাকালীন সময়ে আচমকা আন্তর্জাতিক টি টুয়েন্টি থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা।  এরপর থেকে মাশরাফিকে এই ফরম্যাটে ফেরানোর জন্য কম চেষ্টা করেননি সমর্থকেরা।


সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নড়াইল এক্সপ্রেসকে ফেরার জন্য অনুরোধের কমতি রাখেননি কেউই। কিন্তু মাশরাফি তাঁর সিদ্ধান্তে বরাবরই অনড় ছিলেন। যতবারই টি টোয়েন্টিতে ফেরার প্রসঙ্গ এসেছে সাফ জানিয়ে দিয়েছেন একবার অবসর নেয়ার পর আর ফেরার কোনো সম্ভাবনা নেই তাঁর। 


তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন স্বয়ং চাইছেন যেন আবারো টি টোয়েন্টিতে ফেরেন মাশরাফি। আগামি মাসে শ্রীলঙ্কার মাঠে নিদাহাস টি টোয়েন্টি ট্রফি নামের একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। 



promotional_ad

সেই সিরিজে মাশরাফিকে খেলার জন্য অনুরোধ করেছেন বোর্ড প্রধান পাপন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলে বিসিবি প্রধান বলেন, 'এটা নিয়ে আজ আলাপ হয়েছে। এটা ত মাশরাফির উপর নির্ভর করে। আমাকে সবাই বলেছে আপনি বললে খেলবে। কিন্তু আমি তো চাপ দিতে পারি না। আমি বলতে পারি যদি সে রাজী হয়।'


তবে মাশরাফির ফেরা না ফেরা সবকিছুই নির্ভর করছে তাঁর নিজের মতামতের ওপর বলে জানিয়েছেন পাপন। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র শেষ হওয়া সিরিজেও মাশরাফি খেলতে অনুরোধ জানিয়েছিলেন বোর্ড প্রধান বলে জানালেন।  তাঁর ভাষ্যমতে, 


'আমি ওকে এই সিরিজেও খেলতে বলেছিলাম। কিন্তু জোর দিয়ে না। ও তখন বলল ও টেস্ট খেলতে চায়, টি-টোয়েন্টি খেলবে না। তারপর আর এটা আগায়নি। আমি ওকে বলেছিলাম এই সিরিজে খেলতে কারন নতুন বলে সেই সেরা। এতে কোন সন্দেহ নাই। মুস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টির জন্য সবচেয়ে নির্ভর করার মত বোলার কিন্তু মাশরাফি।'



উল্লেখ্য আগামি মাসের ৬ তারিখ শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ভারতের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নিদাহাস টি টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কার ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই টুর্নামেন্টটির আয়োজন করছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। 





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball