এই রান নিয়েও জয়ের বিষয়ে আশাবাদী সাকিব

promotional_ad

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়েকে মাত্র ২১৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। 


তবে স্পিনা??রা ভালো বোলিং করতে পারলে এই স্বল্প রানই যথেষ্ট বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ শেষে ধারাভাষ্যকারদের সাথে আলাপকালে সাকিব বলেন,


'উইকেট থেকে সাহায্য পেলে এই স্কোরই যথেষ্ট। চেষ্টা করবো জায়গা মতো বোলিং করার। মাশরাফি সঠিক জায়াগায় বলিং করলে স্পিনাররা ভালো বল করলে অবশ্যই এই ম্যাচে জয় পাওয়া সম্ভব।'


promotional_ad

তবে এই ম্যাচে নিজেদের লক্ষ্য ছিলো অন্তত ২৬০ রান করা। কিন্তু জিম্বাবুইয়ান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে আর সেটি সম্ভব হয়নি বলে মনে করেন অর্ধশতক হাঁকানো সাকিব।


এক্ষেত্রে প্রতিপক্ষ বোলারদের কৃতিত্ব দিতেও অবশ্য ভুল করেননি তিনি। তাঁর ভাষায়, 'আমরা চেষ্টা করেছি সিঙ্গেল বের করে খেলার। আমাদের লক্ষ্য ছিল ২৬০ স্কোরবোর্ডে তোলার। তবে তাদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে তারা ভালো বোলিং করেছে।'


শুরু থেকে যেভাবে ব্যাটিং করছিলেন তাতে রান সংখ্যা ২৭০-৮০ রান হতো বলে মনে করেন সাকিব। কিন্তু মাঝখানে বেগ হারিয়ে ফেলায় আর সেটি সম্ভব হয়নি। সাকিব বলেন, 'আমরা যেভাবে প্রথমে খেলছিলাম সেভাবে ২৭০ বা ২৮০ হয়ে যেত। কিন্তু মাঝে ইনিংসের বেগ হারিয়ে ফেলি আমরা।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball