promotional_ad

জয়সুরিয়াকে টপকে গেলেন তামিম

promotional_ad

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামার আগে দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল।


এই ম্যাচের আগে একই ভেন্যুতে সর্বোচ্চ রান করার রেকর্ডের থেকে মাত্র ৪২ রান দূরে দাঁড়িয়ে ছিলেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেই টানা তৃতীয় ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে এই রেকর্ডটি নিজের করেও নিয়েছেন তিনি।  


আর এরই সাথে তামিম ছাড়িয়ে গিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তী সানাথ জয়সুরিয়াকে। অবসরে যাওয়ার আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২ হাজার ৫১৪ রান সংগ্রহ করেছিলেন জয়সুরিয়া।


আর এখন পর্যন্ত এই ম্যাচে মাঠে নামার আগে পর্যন্ত তামিমের সংগ্রহ ছিলো ১৭৬ টি ওয়ানডে ম্যাচে ৩৫.১১ গড়ে ৫৯৩৪ রান সংগ্রহ করেছেন তামিম। যেখানে রয়েছে ৯টি শতক এবং ৪০টি অর্ধশতক। 



promotional_ad

এদিকে শুধু জয়সুরিয়ার রেকর্ডটিই নয়, তামিমের সামনে এখন সুযোগ এসেছে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার রানের মাইলফলকেও পা রাখার।


এই লক্ষ্যে পৌঁছুতে হলে এই ম্যাচের আগে মাত্র ৬৬ রান প্রয়োজন ছিলো।তবে অর্ধশতক হাঁকিয়ে ইতিমধ্যে ছয় হাজারি ক্লাবের খুব কাছে চলে গেছেন তামিম। 


একই ভেন্যুতে সর্বোচ্চ রানের দিক থেকে এই তালিকায় বাংলাদেশিদের মধ্যে আরো আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি সহ মিরপুর শের-ই-বাংলা মোট ৭৩টি ম্যাচে ২৩৬৯ রান সংগ্রহ করেছেন সাকিব।


বর্তমানে তালিকার চতুর্থতে অবস্থান করছেন তিনি। অপরদিকে টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সংগ্রহ এই ম্যাচটি সহ ৮১ ম্যাচে ২১৬৭ রান।



এই ম্যাচের আগে পাকিস্তানি কিংবদন্তী ব্যাটসম্যান সাইদ আনোয়ারকে ছাড়িয়ে যেতে মাত্র ১৩ রান প্রয়োজন ছিলো মুশির। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৫১ ম্যাচে ২১৭৯ রান সংগ্রহ করেছিলেন সাইদ আনোয়ার।ব্যাটিং করতে নেমে ১৮ রানের ইনিংস খেলে সাইদকে ছাড়িয়েও গেছেন মুশফিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball