promotional_ad

মাশরাফি-সুজনদের সাথে বৈঠক করবে বিসিবি

promotional_ad

রিচার্ড পাইবাস, ক্রিকেট পাড়ায় এই নামটিই গত দুইদিন ধরে আলোচিত হয়ে আসছে। বাংলাদেশের প্রধান কোচের শুন্য পদের জন্য ইতিমধ্যে বিসিবি কর্তাদের সামনে নিজের প্রেজেন্টেশন দিয়েছেন এই ইংলিশ ম্যান। 


তবে পাইবাস ছাড়াও আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বিসিবিও রিচার্ড পাইবাসের বাইরে ভাবতে চাইছে। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেছেন,


'আমাদের এখানে এখন যেহেতু কোচ নেই, সে জন্য আমরা কোচের সন্ধানে কাজ করছিলাম। আমরা অনেক জায়গায়ই যোগাযোগ করেছি। প্রায় সবার সাথেই যোগাযোগ করা হয়েছে। যারা যারা আগ্রহ দেখিয়েছে তাদের মধ্য থেকে আমরা সংক্ষিপ্ত তালিকা করেছি। এর মধ্যে যারা আছেন তাদের আমরা চূড়ান্ত একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছি।



promotional_ad

তারই ধারাবাহিকতায় রিচার্ড পাইবাস কাল এসেছে। আমার বোর্ডের যারা এভেইলেবল ছিল তাদের সামনে একটা প্রেজেন্টেশন দিয়েছে। আমরা দেখেছি। সামনেও আরও আসবে। ৯ তারিখেও একজনের আসার কথা, মাঝখানেও একজনের আসার সম্ভাবনা আছে। তারা আসছে, তারা আসবে।'


তবে আসন্ন সিরিজ শ্রীলঙ্কা সিরিজের আগেই জাতীয় দলকে প্রধান  কোচ দিতে চায় বিসিবি। ব্যাপারটি নিয়ে আরও আলোচনার জন্য কোচিং স্টাফ ও অধিনায়কের সাথেও বসবে বিসিবি। 


'শ্রীলঙ্কা সিরিজের আগে কোচ নিয়োগ হবে কি না এই মুহূর্তে বলা মুশকিল। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব একটা কোচ নিয়ে নেওয়ার। আমাদের এখন যে কোচিং স্টাফ আছে, রিচার্ড হ্যালসল থেকে শুরু করে অন্য যারা আছে তাদের সঙ্গেও আমরা বসবো ৯ তারিখে। এরকই একটা পরিকল্পনা আছে আমাদের।



কারণ, সামনে আমাদের একটা সিরিজ আছে। আমাদের হ্যালসল আছে, অনেক সিরিজের ম্যানেজার সুজন আছে, আমাদের অধিনায়কেরা আছে ওদের সবার সঙ্গে বসে আমরা দেখবো সামনের যে সিরিজ আছে সেটা নিয়ে পরিকল্পনাটা কি। কি করা উচিত ওদের সঙ্গে আলাপ আলোচনা করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball