promotional_ad

শেষ বিকেলে ছন্দ পতন লঙ্কানদের

promotional_ad

দিল্লিতে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক ভারত। তৃতীয় দিন শেষে ভারতীয়দের চেয়ে ১৮০ রানে পিছিয়ে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা। হাতে রয়েছে ১ উইকেট।




তৃতীয় দিন শেষে লঙ্কানরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে। কারণ লঙ্কান দলপতি দিনেশ চান্দিমাল এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস সারা দিনই ভারতীয় বোলারদের খাটিয়েছেন। নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৫৩৬ রান সংগ্রহ করে ভিরাট কোহলির দল।




শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ৩৫৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে। ভারতীয়দের রানের পাহাড়ে ওপেনার মুরালি বিজয়ের অবদান ১৫৫ রান। রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ৬৫ রান। চার নম্বরে ব্যাট করতে নেমে ২৪৩ রানের এক অতিমানবীয় ইনিংস খেলেছে ভারতীয় দলপতি ভিরাট কোহলি।





promotional_ad

তার ২৮৭ বলে সাজানো ইনিংসে ছিল ২৫টি চারের মার। যে কোনো দেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি রেকর্ড এখন কোহলির দখলে। দলনেতা হিসেবে এটি কোহলির টেস্টে ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে পাঁচটি ডাবল সেঞ্চুরি করেছিলেন।




এদিকে, শ্রীলঙ্কার হয়ে লাকশান সান্দাকান চারটি উইকেট নেন। এছাড়া, লাহিরু গামাগে দুটি এবং দিলরুয়ান পেরেরা একটি করে উইকেট তুলে নেন।ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই ওপেনার দিমুথ করুনারত্নের উইকেট হারায় লঙ্কানরা।




তারপর, আরেক ওপেনার দিলরুয়ান পেরেরা ৪২ রান করে সাজঘরে ফেরেন। ধনাঞ্জয়া ডি সিলভা ১ রান করে আউট হয়েছেন। ৩ উইকেটে ১৩১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল লঙ্কানরা। ম্যাথিউস ৫৭ ও চান্দিমাল ৩১ রানে অপরাজিত ছিলেন।





তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে  ২৬৮ বলে ১৪টি চার আর দুটি ছক্কায় ১১১ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৩৪১ বলে ১৮টি চার আর একটি ছক্কায় ১৪৭ রান করে তৃতীয় দিন শেষেও অপরাজিত আছেন লঙ্কান দলপতি দিনেশ চান্দিমাল। এই দু’জনের জুটি থেকেই এসেছে ১৮১ রান।




দিনের শেষ বেলায় ৩৩ রান করে ফেরেন সাদিরা। এরপর দ্রুত চারটি উইকেটের পতন হলে শেষ বিকেলে ছন্দ হারায় লঙ্কানরা। ভারতের হয়ে মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা এবং রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট দখল করেন। তিনটি উইকেট নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball