ব্রেভিসের ব্যাটে ডি ককের সেঞ্চুরি, সাউথ আফ্রিকার সিরিজ জয়

সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
৭২ বলে ১৬২ রানের জুটি গড়েছেন কুইন্টন ডি কক (বামে) ও রায়ান রিকেলটন (ডানে)
৭২ বলে ১৬২ রানের জুটি গড়েছেন কুইন্টন ডি কক (বামে) ও রায়ান রিকেলটন (ডানে)
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
‘আমি একটা ভুল করেছি। বাসায় কিছু ব্যাট রেখে এসেছি। এজন্য আমাকে ব্রেভিসের একটা ব্যাট ব্যবহার করতে হয়েছে।’ ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট দিয়ে ব্যাটিং করা নিয়ে এভাবেই বলছিলেন কুইন্টন ডি কক। ভুলে ব্যাট রেখে আসলেও সেঞ্চুরিয়নে নিজের ব্যাটিংটা ভুলেনি বাঁহাতি এই ব্যাটার। চার-ছক্কার বৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশর বেশি রান তাড়া একেবারে সহজ করে ফেললেন তিনি। খেললেন ৪৯ বলে ১১৫ রানের ইনিংস। ডি ককের পাশাপাশি অন্যপ্রান্তে ঝড় তোলেন রায়ান রিকেলটন। বাঁহাতি উইকেটকিপার ব্যাটার খেলেছেন ৩৬ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস। তাদের দুজনের ব্যাটেই ১৫ বল বাকি থাকতেই ২২২ রানের লক্ষ্য সাউথ আফ্রিকা পেরিয়ে গেছে ৭ উইকেট হাতে থাকতেই। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

রান তাড়ায় ইনিংসের তৃতীয় ওভারেই এইডেন মার্করামকে হারায় সাউথ আফ্রিকা। ১২ বলে ১৫ রান করে ম্যাথু ফোর্ডের বলে আউট হয়েছেন তিনি। সাউথ আফ্রিকার অধিনায়ক ফেরার পর হাল ধরেন ডি কক ও রিকেলটন। ইনিংসের দ্বিতীয় ওভারে জেইডেন সিলসকে চার মেরে ফাফ ডু প্লেসির পর সাউথ আফ্রিকার দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১২ হাজার রান পূর্ণ করেন ডি কক। দুর্দান্ত ব্যাটিংয়ে পেয়েছেন হাফ সেঞ্চুরিও। ২১ বলে পঞ্চাশ ছুঁয়ে থামেননি তিনি।

তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন রিকেলটনও। যদিও ব্যক্তিগত ১৭ রানে ফিরতে পারতেন তিনি। জেসন হোল্ডারের বলে প্রোটিয়া ব্যাটারের ক্যাচ নিতে পারেননি সিলস। জীবন পেয়ে ঝড়ো ব্যাটিংয়ে ২৫ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন রিকেলটন। একটু পর সেঞ্চুরি করেছেন ডি কক। হোল্ডারের বলে ফ্লিক করে ছক্কা মেরে ৪৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ডি ককের দ্বিতীয় সেঞ্চুরি।

২০২৩ সালে একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই জাতীয় দলের হয়ে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পেয়েছিলেন। ডেভিড মিলার ও রাইলি রুশোর পর সাউথ আফ্রিকার তৃতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই সেঞ্চুরি করেছেন ডি কক। বিশেষজ্ঞ উইকেটকিপার ব্যাটার হিসেবে সেঞ্চুরির তালিকার নিজেকে আরও উপরে নিয়ে গেছেন তিনি। স্বীকৃতি টি-টোয়েন্টিতে ৮টি সেঞ্চুরি করেছেন।

দুইয়ে থাকা ইশান কিশানের সেঞ্চুরি পাঁচটি। এ ছাড়া কলিন মুনরোর পর দ্বিতীয় ব্যাটার হিসেবে একই ভেন্যুতে দুইটি সেঞ্চুরি করেছেন ডি কক। সেঞ্চুরি পাওয়ার একটু পর ডু প্লেসিকে ছাড়িয়ে গেছেন তিনি। স্বীকৃতি টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকার সবচেয়ে বেশি (১২ হাজার ১১৩) রানের মালিক এখন বাঁহাতি ওপেনার। ৪৯ বলে ১১৫ রানের ইনিংস খেলা ডি কককে ফিরিয়ে জুটি ভাঙেন আকিল হোসেন।

ডি ককের বিদায়ে ভাঙে রিকেলটনের সঙ্গে ৭৭ বলে ১৬২ রানের জুটি। যেকোন উইকেটে সাউথ আফ্রিকার চতুর্থ সর্বোচ্চ জুটি। ব্রেভিস ফেরেন ৪ রান করে। পরবর্তীতে জেসন স্মিথকে সঙ্গে নিয়ে ১৫ বল বাকি থাকতেই স্বাগতিকদের জয় নিশ্চিত করেন রিকেলটন। তিন ছক্কা ও ৯ চারে ৩৬ বলে ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটার। সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে জোহানেসবার্গে।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২২১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলেছেন শিমরন হেটমায়ার। এ ছাড়া ব্রেন্ডন কিং ৩০ বলে ৪৯ ও ব্যাট হাতে ঝড় তুলে শেরফান রাদারফোর্ড অপরাজিত ছিলেন ২৪ বলে ৫৭ রানের ইনিংস খেলে। সাউথ আফ্রিকার হয়ে দুইটি উইকেট পেয়েছেন স্পিনার কেশভ মহারাজ।

আরো পড়ুন: