ব্রেভিসের ব্যাটে ডি ককের সেঞ্চুরি, সাউথ আফ্রিকার সিরিজ জয়
‘আমি একটা ভুল করেছি। বাসায় কিছু ব্যাট রেখে এসেছি। এজন্য আমাকে ব্রেভিসের একটা ব্যাট ব্যবহার করতে হয়েছে।’ ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট দিয়ে ব্যাটিং করা নিয়ে এভাবেই বলছিলেন কুইন্টন ডি কক। ভুলে ব্যাট রেখে আসলেও সেঞ্চুরিয়নে নিজের ব্যাটিংটা ভুলেনি বাঁহাতি এই ব্যাটার। চার-ছক্কার বৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশর বেশি রান তাড়া একেবারে সহজ করে ফেললেন তিনি। খেললেন ৪৯ বলে ১১৫ রানের ইনিংস। ডি ককের পাশাপাশি অন্যপ্রান্তে ঝড় তোলেন রায়ান রিকেলটন। বাঁহাতি উইকেটকিপার ব্যাটার খেলেছেন ৩৬ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস। তাদের দুজনের ব্যাটেই ১৫ বল বাকি থাকতেই ২২২ রানের লক্ষ্য সাউথ আফ্রিকা পেরিয়ে গেছে ৭ উইকেট হাতে থাকতেই। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা।