টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর প্রায় দুই বছরের মধ্যে আবারও জাতীয় দলে ফেরেন মঈন। জ্যাক লিচের চোটে টিম ম্যানেজমেন্টের চাওয়াতে অবসর থেকে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ইংল্যান্ড জাতীয় দলে নিজের ভবিষ্যত না দেখায় ২০২৪ সালের সেপ্টেম্বরে আবারও অবসর নেন তিনি। টেস্টের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটই ছেড়ে দেন ইংলিশ অলরাউন্ডার। অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত।
বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই চাহিদা আছে মঈনের। ২০২৪ সালে ওয়ারউইকশায়ারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছিলেন তিনি। ৮ ম্যাচে খেলেই মৌসুমের মাঝামাঝি সময়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে গায়ানার বিমান ধরেছিলেন ইংলিশ তারকা। পরবর্তীতে খেলেছেন ক্যারিবিয়ান সুপার লিগেও (সিপিএল)। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে নিজ দেশের দ্য হান্ড্রেডে খেলা হয়নি মঈনের।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনাপত্তি পত্র সংক্রান্ত নতুন নীতির কারণে সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া থেকেও অবসর নেন তিনি। তারপর থেকে ব্যস্ত সময় পার করছেন ৩৮ বছর বয়সি এই অলরাউন্ডার। শীতের সময়ে কানাডা সুপার সিক্সটি, আবুধাবি টি-টেন, আইএল টি-টোয়েন্টি এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন।
মে মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি ব্লাস্টের আগে খেলতে পারেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। এদিকে বিপিএল থেকে ফিরেই আচমকা অবসর থেকে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মঈন। আগামী মৌসুমে খেলবেন ইয়র্কশায়ারের হয়ে। এর আগে ওরচেস্টারশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে খেলেছেন তিনি। এ ছাড়া দ্য হান্ড্রেডের নিলামেও নিবন্ধন করেছেন ইংলিশ অলরাউন্ডার।
এখনো পর্যন্ত টি-টোয়েন্টি ব্লাস্টের শিরোপা জিততে পারেনি ইয়র্কশায়ার। গত বছর নর্থ গ্রুপে ৯ দলের মধ্যে ৮ নম্বরে শেষ করেছিল তারা। ইয়র্কশায়ার ছেড়ে গ্লুচেস্টাশায়ারে ডেভিড মালান, ওয়ারউইকশায়ারে জর্ডান থম্পসন চলে গেছেন। তবে অফ সিজনের জন্য অস্ট্রেলিয়ার স্যাম হোয়াইটম্যান এবং অ্যান্ড্রু টাইকে স্থানীয় ক্রিকেটারকে হিসেবে খেলায় তারা।
এ ছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে নাভিন উল হক ও লগান ভ্যান বিককে দলে নিয়েছিল ক্লাবটি। অবসর ভেঙে ফেরার সিদ্ধান্তে ইয়র্কশায়ারে সতীর্থ হিসেবে আদিল রশিদ ও জনি বেয়ারস্টোকে পাচ্ছেন মঈন। যদিও ২০২২ সালের পর টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেননি লেগ স্পিনার রশিদ। আগামী মৌসুমেও খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।