একই চোটে আগেই ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স। কদিন আগে বাদ পড়েন শন অ্যাবটও। সেই তালিকায় এখন যুক্ত হলো হ্যাজেলউডের নাম। ধারাবাহিক তিন পেসারকে না পাওয়া অস্ট্রেলিয়ার প্রস্তুতিকে বেশ কঠিন করে তুলেছে।
গত মাসেই ভারতের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন হ্যাজেলউড। শেফিল্ড শিল্ডেও রেখেছিলেন ভালো ছাপ। কিন্তু নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে সাম্প্রতিক শিল্ড ম্যাচে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন।
ম্যাচের তৃতীয় দিনে স্পেল শেষ করার পর তিনি বিষয়টি অধিনায়ক স্টিভ স্মিথকে জানান। স্মিথ তখনই তাকে মাঠ ছাড়তে বলেন। পরদিন সিডনির একটি ক্লিনিকে স্ক্যান করালে প্রথম রিপোর্ট স্বাভাবিক এলেও ফলো-আপ স্ক্যানে পাওয়া যায় লো-গ্রেড পেশির চোট।
তার জায়গায় দলে ডাক পেয়েছেন পেসার মাইকেল নেসার। ঘরের মাঠে কামিন্স ও হ্যাজেলউডকে ছাড়াই অস্ট্রেলিয়ার টেস্ট খেলার ঘটনা খুব কম। ২০১৪ সালের পর মাত্র দু'বার এমন হয়েছে। কাকতালীয়ভাবে সেই দুই ম্যাচেই খেলেছিলেন নেসার।
ইংল্যান্ড শিবিরেও অবশ্য উদ্বেগ তৈরি হয়েছিল। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মার্ক উড হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছিলেন। তবে ইসিবি নিশ্চিত করেছে, তিনি পুরোপুরি সুস্থ এবং অ্যাশেজের শুরুতে তাকে নিয়ে কোনো শঙ্কা নেই।