আইপিএলে জাদেজা-কারানের বিনিময়ে স্যামসনকে দলে নিলো চেন্নাই

আন্তর্জাতিক
আইপিএলে জাদেজা-কারানের বিনিময়ে স্যামসনকে দলে নিলো চেন্নাই
সাঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাদেজা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আইপিএলে নিলামের বাইরে দলবদলের জন্য আলাদা ট্রেডিং উইন্ডো চালু রয়েছে বহুদিন ধরেই। ২০০৯ সাল থেকে চালু এই নিয়ম অনুযায়ী কোনো আসর শেষ হওয়ার এক মাস পর বা নতুন নিলামের এক সপ্তাহ আগে দলগুলো খেলোয়াড় অদলবদলের সুযোগ পায়। সেই নিয়ম মেনেই এবার ট্রেডে স্থান বদলেছেন রবীন্দ্র জাদেজা এবং সাঞ্জু স্যামসন।

জাদেজা ফিরছেন তার প্রাক্তন দল রাজস্থান রয়্যালসে এবং তার বিপরীতে চেন্নাই সুপার কিংসে যোগ দিচ্ছেন স্যামসন। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি।

সর্বশেষ মেগা নিলামে ১৮ কোটি রুপিতে জাদেজাকে দলে নিয়েছিল চেন্নাই। জাদেজার সঙ্গে ২.৪ কোটি রুপির স্যাম কারানকেও ট্রেডে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এসব লেনদেন ইতোমধ্যেই বিসিসিআই অনুমোদন দিয়েছে।

গত তিন বছর ধরেই স্যামসনকে দলে ভেড়ানোর চেষ্টা করছিল চেন্নাই। চেন্নাইয়ের পক্ষ থেকে জানানো হয় জাদেজাকে ট্রেড করে বিদায় দেয়া দলটির জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু টপ অর্ডারে একজন ভারতীয় ব্যাটার খুঁজে নিতে এর বিকল্প ছিল না।

আসন্ন মিনি অকশনে ভারতের জাতীয় দলের ব্যাটার খুঁজে পাওয়া যাবে না বলেই এমনটা করতে বাধ্য হয়েছে চেন্নাই। স্যামসন রাজস্থানের হয়ে ১১ মৌসুম খেলেছেন। অন্য কয়েকটি দলও স্যামসনকে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত চেন্নাই-রাজস্থান অদলবদলেই বিষয়টি গড়ায়।

৩৬ বছর বয়সী জাদেজা তার প্রথম দুই আইপিএল আসর খেলেছিলেন রাজস্থানে। ২০১০ সালে নিয়মভঙ্গের কারণে একবার নিষিদ্ধ হয়েছিলেন তিনি, পরে গোপন চুক্তিতে ২০১২ সালে চেন্নাই তাকে দলে নেয়। চেন্নাই ও রাজস্থানের হয়ে চ্যাম্পিয়ন হওয়া এই অলরাউন্ডার আইপিএলে এখন পর্যন্ত ১৮৫ ম্যাচে ২০০০ রান ও ১৪০ উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: সাঞ্জু স্যামসন