নতুন মৌসুমের আগে কলকাতা ছেড়েছেন বোলিং কোচ ভরত অরুণ এবং স্পিন বোলিং কোচ কার্ল ক্রো। তাদের দুজনের নতুন ঠিকানা লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। গত মৌসুমে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ওটিস গিবসন। দলটির মেন্টর হিসেবে কাজ করছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। এ ছাড়া ২০২৬ আইপিএলের আগে প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন অভিষেক নায়ার।
পাশাপাশি সহকারী কোচ হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শেন ওয়াটসনকে। তাদের পর নতুন বোলিং কোচও নিয়োগ দিয়েছে তিনবারের শিরোপাজয়ীরা। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলে বেড়াচ্ছেন সাউদি। পাশপাশি কোচিংও করাচ্ছেন তিনি। জেমস অ্যান্ডারসন চাকরি ছাড়ার পর ইংল্যান্ডের পেস বোলিং কোচ হয়েছেন সাবেক এই কিউই ক্রিকেটার।
ইংল্যান্ডের জাতীয় দলের পর আইপিএলেও কোচ হিসেবে দেখা যাবে সাউদিকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। কলকাতার কোচ হওয়া প্রসঙ্গে সাউদি বলেন, ‘কেকেআর সবসময় আমার জন্য নিজের ঘরের মতো। নতুন ভূমিকায় ফিরতে পারাটা আমার জন্য সম্মানের। বোলারদের সঙ্গে খুব কাছ থেকে কাজ করার পাশাপাশি ২০২৬ আইপিএলে দলকে সাফল্য এনে দিতে মুখিয়ে আছি।’
ক্যারিয়ারে লম্বা সময় আইপিএল খেলেছেন সাউদি। যদিও নিউজিল্যান্ডের সাবেক পেসারকে উত্থান-পতন দেখতে হয়েছে। ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইপিএল খেলেছেন তিনি। ২০২১ সালে কলকাতায় যোগ দেয়ার আগে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। সবমিলিয়ে ৫৪ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন। ২০২২ সালে কলকাতার হয়ে ৯ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট।