হাত না মেলানো নিয়ে ব্যাখা দিলেন সূর্যকুমার, প্রতিবাদ জানাল পাকিস্তানও

আন্তর্জাতিক
হাত না মেলানো নিয়ে ব্যাখা সূর্যকুমারের, প্রতিবাদ জানাল পাকিস্তানও
ম্যাচ শেষে মাঠ ছাড়ছেন শিভম দুবে ও সূর্যকুমার যাদব, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান দল। ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়েরা করমর্দনের জন্য এগিয়ে এলেও ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব ও শিভম দুবে তাদের সঙ্গে করমর্দনে অংশ নেননি।

ভারতের জয় নিশ্চিত হওয়ার পর সূর্যকুমার ও দুবে মাঠ ছেড়ে সোজা ড্রেসিংরুমে চলে যান। এরপর ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেয়া হয়। পাকিস্তান দলের সদস্যরা অভিযোগ করেন, এর ফলে তারা ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করতে পারেননি।

সংবাদ সম্মেলনে ভারতের পক্ষ থেকে সূর্যকুমার যাদব বলেন, 'দেখুন, আমি মনে করি জীবনের কিছু বিষয় খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়েও বড়। আমাদের সরকার ও বিসিসিআই- আমরা সবাই একসঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা এখানে ওদের বিপক্ষে শুধু খেলতে এসেছি এবং উচিত জবাব দিয়েছি।'

তিনি আরও বলেন, 'আমি পুরস্কার বিতরণীতেও বলেছি যে আমরা পেহেলগামে সন্ত্রাসী হামলায় সব ভুক্তভোগীর পাশে আছি। তাদের পরিবারের সঙ্গে আমাদের সংহতি রয়েছে। এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের সাহসী সেনাদের, যারা অপারেশন সিঁদুরে অংশ নিয়েছিলেন।'

ভারতীয় খেলোয়াড়দের করমর্দনে অংশ না নেয়ার প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেয়নি পাকিস্তান দল। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন বলেন, 'ম্যাচ শেষে হাত মেলানোর জন্য আমরা সবাই প্রস্তুত ছিলাম। কিন্তু প্রতিপক্ষ সেটা করেনি বলে হতাশ হয়েছি। হাত মেলানোর জন্য আমরা তাদের দিকে এগিয়ে গিয়েছিলাম। কিন্তু ওরা ড্রেসিংরুমে চলে যাচ্ছিল।'

পাকিস্তানের দাবি অনুযায়ী, ভারতের এমন আচরণ ক্রীড়া নীতিমালার বাইরে এবং খেলোয়াড়দের পারস্পরিক সম্মানবোধের পরিপন্থী।

ভারতের ব্যাখ্যা অনুযায়ী, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি সংহতি জানাতেই তারা পাকিস্তান দলের সঙ্গে ম্যাচ-পরবর্তী করমর্দন ও অন্যান্য আনুষ্ঠানিকতা থেকে বিরত ছিল। ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় নাগরিক। ভারত সরকার এই হামলার পেছনে পাকিস্তানভিত্তিক গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে।

ঘটনার পর দু’দেশের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেয় এবং মে মাসে দুই পক্ষ সীমিত সংঘর্ষে জড়ায়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। তবে কূটনৈতিক সম্পর্কের অবনতি এখনও চলমান।

আরো পড়ুন: সূর্যকুমার যাদব