মহারাজের স্পিনে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার

৫ উইকেট নিয়ে সাউথ আফ্রিকার জয়ের নায়ক  কেশভ মহারাজ
ট্রাভিস হেড ও মিচেল মার্শ মিলে অস্ট্রেলিয়াকে ভালো শুরুই এনে দিয়েছিলেন। তবে তাদের দুজনের ৬০ রানের উদ্বোধনী জুটি ভাঙতেই ছন্দপতন হয় স্বাগতিকদের। কেশভ মহারাজের স্পিনে লাইন ধরে ড্রেসিং রুমে ফেরেন মার্নাশ ল্যাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি, অ্যারন হার্ডিরা। মহারাজের ৫ উইকেটের ফাঁকে একপ্রান্ত আগলে রেখে ৯৬ বলে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন মার্শ। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়কের ওমন ইনিংসের পরও প্রথম ওয়ানডেতে হেরেছে তারা। অস্ট্রেলিয়াকে ৯৮ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল সাউথ আফ্রিকা।

promotional_ad

কেয়ার্নসে জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়েছিল অস্ট্রেলিয়ার। ৫ ওভারেই পঞ্চাশ ছুঁয়ে ফেলে তারা। ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে হেডকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন প্রেনেলান সুব্রায়েন। ডানহাতি এই স্পিনারের অফ স্পিনে বলের লাইন মিস করে স্টাম্পিং হয়েছেন ২৪ বলে ২৭ রান করা হেড। তিনে নেমে সুবিধা করতে পারেননি ল্যাবুশেন। পরের ওভারে ফিরেছেন তিনিও। মহারাজের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়েছেন ল্যাবুশেন।


আরো পড়ুন

টি-টোয়েন্টি দলের দরজা বন্ধ হয়ে যায়নি, বিশ্বাস মহারাজের

১৭ আগস্ট ২৫
কেশভ মহারাজ

পাওয়ার প্লে শেষ হতেই আউট হয়েছেন গ্রিনও। বাঁহাতি স্পিনারের মিডল স্টাম্পের বলে এজ হয়ে বোল্ড হয়েছেন তিনি। দ্রুতই ড্রেসিং রুমে ফিরেছেন ইংলিস, ক্যারিরা। দুর্দান্ত এক ডেলিভারিতে হার্ডিকে বোল্ড করে পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন মহারাজ। সাউথ আফ্রিকার প্রথম স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট পেলেন তিনি। সবমিলিয়ে ১০ ওভারে এক মেইডেনসহ ৩৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই স্পিনার।


promotional_ad

একপ্রান্তে দ্রুত উইকেট পড়লেও অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন মার্শ। ৫১ বলে তুলে নেন হাফ সেঞ্চুরিও। বাকিদের আসা-যাওয়ার মিছিলে সেঞ্চুরির আশাও জাগান তিনি। যদিও ৮৮ রানের ইনিংস খেলে নান্দ্রে বার্গারের বলে রায়ান রিকেলটনকে ক্যাচ দিয়েছেন মার্শ। শেষের দিকে বেন ডোয়ারশিসের ৩৩ রানের ইনিংস কেবল হারের ব্যবধান কমিয়েছে। অস্ট্রেলিয়ার ১৯৮ রানে থামার দিনে মহারাজ ৫ উইকেট এবং বার্গার ও লুঙ্গি দুইটি করে উইকেট পেয়েছেন।


আরো পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজ শেষ রাবাদার

১২ ঘন্টা আগে
কাগিসো রাবাদা, ফাইল ফটো

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে এইডেন মার্করাম ও রিকেলটনের ব্যাটে দুর্দান্ত শুরু পায় সাউথ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৯২ রান। ইনিংসের ১৭তম ওভারে গিয়ে তাদের জুটি ভাঙেন হেড। ডানহাতি স্পিনারের বলে ল্যাবুশেনের হাতে ক্যাচ দিয়েছেন ৪৩ বলে ৩৩ রান করে। আরেক ওপেনার মার্করাম অবশ্য ৫৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। দ্রুত রান তুলে সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। যদিও সাউথ আফ্রিকার অধিনায়ককে সেঞ্চুরি পেতে দেননি ডোয়ার্শিস।


৯ চারে ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলে ইংলিশকে ক্যাচ দিয়েছেন মার্করাম। পরবর্তীতে টেম্বা বাভুমা ও ম্যাথু ব্রিটজকে মিলে ৯২ রানের জুটি গড়েন। তারা দুজনেই হাফ সেঞ্চুরি পেয়েছেন। ৫০ বলে পঞ্চাশ ছোঁয়া ব্রিটজকে ৫৭ রানে ফিরলে ভাঙে জুটি। ট্রিস্টিয়ান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস ফেরার একটু পর আউট হয়েছেন বাভুমাও। ৭৪ বলে ৬৫ রান করেছেন তিনি। শেষের দিকে উইয়ান মুল্ডারের ৩১ রানে ২৯৬ রানের পুঁজি পায় সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়ার হয়ে ৫৭ রানে ৪ উইকেট নিয়েছেন হেড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball