কোহলির ‘ফাইটিং স্পিরিট’ মিস করবে ভারত: স্টোকস

আন্তর্জাতিক
কোহলির ‘ফাইটিং স্পিরিট’ মিস করবে ভারত: স্টোকস
বিরাট কোহলি ও বেন স্টোকস
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সম্প্রতি টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ফলে তাকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে গেছে ভারত। এই সিরিজে কোহলির লড়াকু মানসিকতা মিস করবে ভারত, এমনটাই মনে করেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

কোহলির আগে আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মাও। ফলে ভারতের নতুন অধিনায়ক খুঁজে নিতে হয়েছে। সাদা পোশাকে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। তবে এই সিরিজে না থাকলেও কোহলি-রোহিতদের নিয়ে আলোচনা থেমে নেই।

সম্প্রতি ইসিবির এক ভিডিওতে স্টোকসকে প্রশ্ন করা হয়েছিল কোহলির কোন জিনিসটি মিস করবে ভারত? প্রশ্নের জবাবে স্টোকস বলেন, 'আমার মনে হয়, ভারত মিস করবে মাঠে তার ফাইটিং স্পিরিট, প্রতিযোগিতামূলক আচরণ এবং জয়ের আকাঙ্ক্ষা। সে ১৮ নম্বরটিকে নিজের করে নিয়েছিলেন, তাই না? কোনো ভারতীয় জার্সিতে ১৮ নম্বর দেখতে না পাওয়া একটু অদ্ভুত লাগবে... কিন্তু দীর্ঘ সময় ধরে সে নিজেকে একটি উঁচু অবস্থানে রেখেছিল।'

কোহলির অবসর ঘোষণার পর তাকে ম্যাসেজ করেছিলেন স্টোকস। কোহলি এবং নিজেকে একই কাতারে রাখছেন স্টোকস। ইংলিশ অধিনায়ক মনে করেন ফাইটিং স্পিরিটের কারণে দুজনে একই বিন্দুতে ছিলেন। ভারতের কারো জার্সিতে ১৮ নম্বর না দেখতে পেয়ে কষ্ট লাগবে তারও।

এই বিষয়ে খোলাসা করে তিনি বলেন, 'আমি তাকে টেক্সট করেছিলাম, বলেছিলাম যে তার বিরুদ্ধে খেলতে না পারাটা একটা দুঃখের বিষয়। কারণ আমি বিরাটের বিরুদ্ধে খেলতে ভালোবাসি। আমরা দুজনেই একে অপরের বিরুদ্ধে খেলতে ভালোবাসি, কারণ মাঠে নামার সময় আমাদের একই মানসিকতা থাকে— এটা একটা লড়াই।'

কোহলি টেস্ট ক্রিকেটে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অবসর নিয়েছেন। ১২৩ ম্যাচে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন কোহলি। তার নামের পাশে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি রয়েছে। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে চার বছরে তার ব্যাটিং গড় কখনই ৫৫ এর নিচে নামেনি। এরপর অবশ্য কিছুটা খেই হারিয়ে ফেলেছিলেন তিনি।

আরো পড়ুন: বিরাট কোহলি