ভারতের বিপক্ষে খেললে কোহলিকে মিস করবেন লিটন

ছবি: লিটন দাস ও বিরাট কোহলি, আইসিসি

মাঠের ভেতরে আগ্রাসী ক্রিকেটার হিসেবে বিশ্ব জুড়ে পরিচিত কোহলি। তবে মাঠের বাইরে কোহলি খুবই শান্ত প্রকৃতির মানুষ বলে জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। শুধু ভারত নয় ক্রিকেটের তিন ফরম্যাটের খেলাতেই কোহলি আক্রমণাত্মক মানসিকতা যোগ করেছেন বলে ধারণা লিটনের।
টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন কোহলি
১১ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে কোহলিকে নিয়ে তিনি বলেন, 'মর্মাহত হওয়ার মতো কিছু নয় (কোহলির অবসর)। সে যথেষ্ট পরিণত একজন মানুষ। তার সিদ্ধান্তকে সম্মান করি। তিনি যা করেছেন ক্রিকেটে.... শুধু ভারতের হিসেবেই নয়, সব মিলিয়ে সাদা বলের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের আক্রমণের ধরনই পরিবর্তন করে দিয়েছেন।'

ভারতের বিপক্ষে খেলার সুবাদে বিভিন্ন সময় কোহলির সঙ্গে কথা হয়েছে লিটনের। তাই তার বিদায় কিছুটা হলেও পোড়াচ্ছে লিটনকে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'তার দৃষ্টিভঙ্গি বলেন, তার ক্রিকেটের জ্ঞান বলেন...এরকম একটা খেলোয়াড় টেস্ট খেলবে না... একটা সময় তো সবাইকেই অবসর নিতে হবে৷ যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি অবশ্যই মিস করব, যেহেতু অনেকদিন খেলেছি।'
অধিনায়কত্বকে চাপ হিসেবে নিচ্ছেন না লিটন
৩ ঘন্টা আগে
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন লিটন। তবে সেই ম্যাচে বাংলাদেশকে বৃষ্টি আইনে ৫ রানে হারিয়ে দিয়েছিল ভারত। সেই ম্যাচে কোহলি ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। ম্যাচ শেষে লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি।
তার সঙ্গে অনেক স্মৃতি আছে লিটনেরও। সেই স্মৃতি স্মরণ করে লিটন বলেন, 'স্মৃতি বলতে... সব খেলোয়াড়দের সঙ্গেই কথোপকথন হয়। সে অনেক ভদ্র। মাঠের মধ্যে হয়তো অনেক আগ্রাসন দেখায় ক্রিকেটের জন্য। মাঠের বাইরে তিনি দারুণ একজন মানুষ। অনেক কথোপকথন হয়।'